আমাদের রাজ্যের ১১ টি জেলায় জ্বালানির দর কমে গেছে, এ ছাড়া আরও ৮টি জেলায় জ্বালানির দাম বেড়ে গেছে। দেশের বড় বড় শহরগুলির মধ্যে চেন্নাই, আগ্রা, অন্ধ্রপ্রদেশ সহ সারা দেশে জ্বালানির দরে বদল হয়েছে।
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম হলো ১০৪.৯৫ টাকা ও কলকাতাতে ডিজেলের লিটার প্রতি দাম হলো ৯১.৭৬ টাকা। মুম্বাই ও চেন্নাই শহরেও পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে বদল এসেছে।
মুম্বাইতে পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে ১০৩.৪৪ টাকা ও ডিজেলের লিটার প্রতি দাম হয়েছে ৮৯.৯৭ টাকা। চেন্নাই তে পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে ১০০.৮৫ টাকা ও ডিজেলের লিটার প্রতি দাম হয়েছে ৯২. ৩৪ টাকা।
আমাদের মহানগরী দিল্লিতেও পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে ৯৪.৭২ টাকা ও ডিজেলের লিটার প্রতি দাম হয়েছে ৮৭.৬২ টাকা। আগ্রাতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.৭০ টাকা ও ৮৭.৭৯ টাকা হয়েছে।
অন্ধ্রপ্রদেশে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম হয়েছে ১০৯.৮২ টাকা ও ৯৭.৬২ টাকা। বাংলার ও ১১ টি জেলায় পেট্রোল ডিজেলের দর কমেছে,নদিয়া জেলাতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৫.৬৬ টাকা ও ৯২.৪২ টাকা।
আলিপুরদুয়ারে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম ১০৫.৭৪ টাকা ও ৯২.৪৯ টাকা হয়েছে। কোচবিহারে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার প্রতি ১০৬.০৫ টাকা ও ৯২.৭৮ টাকা।
দক্ষিণ দিনাজপুরে পেট্রোল ও ডিজেলের দাম ১০৫.১৭ ও ৯১.৯৬ টাকা। মুর্শিদাবাদ জেলাতে পেট্রোল ও ডিজেলের দাম ১০৫.৪৬ ও ৯২.২৩ টাকা। হাওড়া জেলায় পেট্রোল ও ডিজেলের দাম ১০৪.৯৫ ও ৯১.৭৬ টাকা।
হুগলি জেলায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ১০৫.১০ ও ৯১.৯০ টাকা। মালদা জেলায় পেট্রোল ও ডিজেলের দাম ১০৪.৭৩ টাকা ও ৯১.৫৬ টাকা। উত্তর ২৪ পরগনায় পেট্রোল ১০৪.৯৫ ও ডিজেল ৯১.৭৬ টাকা। পুরুলিয়ায় পেট্রোল ও ডিজেল যথাক্রমে ১০৫.৪৮ ও ৯২.২৬ টাকা। উত্তর দিনাজপুরে পেট্রোল ১০৫.৩৮ টাকা ও ডিজেল ৯২.১৬ টাকা।
এখন আপনার মনে হতেই পারে ঘরে বসে পেট্রল ও ডিজেলের দাম কীভাবে জানবেন? তার কতগুলি উপায় আছে,চলুন জেনে নেওয়া যাক।
আরো পড়ুন: ১ হয়ে যাচ্ছে এই ৩ টি সরকারি ব্যাঙ্ক? জানিয়ে দিল ব্যাঙ্ক কতৃপক্ষই
পেট্রোল ও ডিজেলের নিত্যদিনের নতুন হার দেশের সরকারি তেল কোম্পানীগুলি রোজ ঘোষণা করে দেয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দামের কমা বাড়া হয়।
আপনি যদি BPCL গ্রাহক হন, তবে পেট্রোল ও ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দিন। আপনি যদি HPCL গ্রাহক হন তবে HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠিয়ে দেন। আপনি IOC গ্রাহক হলে RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠাবেন- এই নাম্বার গুলিতে মেসেজ পাঠানোর পর মেসেজের মাধ্যমেই আপনি পেট্রোল ডিজেলের দাম সম্পর্কে আপডেট পেয়ে যাবেন।