সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে, যার ফল ভুগছেন সাধারণ মধ্যবিত্ত মানুষরা। জিও, এয়ারটেল ও ভি আই এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়িয়ে দিয়েছে একমাত্র ব্যতিক্রম BSNL। যে কারণে অনেকেই এয়ারটেল, জিও থেকে BSNL এ পোর্ট করছেন।
সম্প্রতি একটি বড়সড়ো আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, সরকার একটি চুক্তির মাধ্যমে মহানগর টেলিফোন নিগম লিমিটেডের কার্যক্রম বিএসএনএলের কাছে হস্তান্তর করার বিকল্প বিবেচনা করছে।
একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে, সরকার সংযুক্তিকরণের পরিবর্তে এই বিকল্পটির বিষয়ে ভাবনা চিন্তা করেছে। এক মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা হবে বলেও শোনা যাচ্ছে। ওই সূত্রটির মারফত আরও জানা যাচ্ছে যে, ঋণের সম্মুখীন হওয়া MTNL-এর কার্যক্রম BSNL এর কাছে একটি চুক্তির মাধ্যমে হস্তান্তরের বিকল্প নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে যখন টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যান বাড়াতে বাড়াতে দ্বিগুণ করে দিয়েছে, এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি প্রদান করবার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার BSNLকে নতুন করে জীবিত করবার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা যাচ্ছে।
স্বাভাবিকভাবেই এইরকম একটি পরিস্থিতিতে কার্যক্রম গ্রহণ করা হলে ইউজারবেস বৃদ্ধি হবে, যাতে গ্রাহকদের পাশাপাশি বিএসএনএলের ও সুবিধা হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, এমটিএনএল দিল্লি ও মুম্বাই নগরীতে টেলি যোগাযোগ পরিষেবা প্রদান করে আর BSNL দিল্লী ও মুম্বাই ছাড়া সমগ্র ভারতে পরিষেবা প্রদান করে।
সূত্র অনুযায়ী আরো জানা যাচ্ছে যে, এমটিএনএলের বিশাল ঋণের বোঝা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে BSNL এর সাথে সংযুক্তিকরণের বিষয়টি কোন অনুকূল সিদ্ধান্ত নয়, তাই এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রস্তাবটি সচিবদের কমিটির সামনে পেশ করা হবে ও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে।
এই আর্থিক সংকটের মধ্যেই চলতি সপ্তাহে শেয়ার বাজারে একটি ফাইলিং এ এমটিএনএল বলেছে যে, অপর্যাপ্ত ফান্ড রয়েছে তাদের, যে কারণে তারা কিছু বন্ড হোল্ডারদেরকে সুদ দিতে অক্ষম, তবে এই সুদ তারা দেবে ২০ জুলাই ২০২৪ তারিখে।
আরো পড়ুন: অনেকেই BSNL-এ সিম পোর্ট করছে! আপনি কীভাবে করবেন দেখুন
এছাড়া একটি ত্রি পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চুক্তি অনুযায়ী এম টি এন এলকে নির্ধারিত তারিখের ১০ দিন আগে এসক্রো অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণের সাথে অর্ধ বার্ষিকের সুদ ও দিতে হবে। উল্লেখ্য , এমটিএনএল, ডটও বিকন ট্রাস্টিশিপ লিমিটেড এর মধ্যে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এম টি এন এল জানিয়েছে যে, TPA-র বিধানের পরিপ্রেক্ষিতে বলা হয় যে, অপর্যাপ্ত ফান্ড হওয়ার কারণে এমটিএনএল এসক্রো একাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা করতে পারে নি।