লোকসভা নির্বাচনের প্রচার পর্বের শুরুর দিকে অন্যতম ইস্যু হিসেবে উঠে এসেছে রান্নার গ্যাসের দাম। এমনিতে কেন্দ্রীয় সরকার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে আগেই জানিয়েছিল উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সিলিন্ডার পিছু অতিরিক্ত ৩০০ টাকা ভর্তুকির বিষয়টি আরও এক বছর চালু থাকবে।
তবে সম্প্রতি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসকদল বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আগামী পাঁচ বছর যদি বাংলার প্রতিটি মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে বলে বিজেপি প্রতিশ্রুতি দেয় তবে পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল কংগ্রেস!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জের পরই নির্বাচনী প্রচার পর্বে অন্যতম ইস্যু হয়ে উঠেছে রান্নার গ্যাসের দাম। যথারীতি এর পাল্টা জবাব ধেয়ে এসেছে বিজেপির দিক থেকে। রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বাড়ির রান্নার গ্যাস থেকে রাজ্য সরকার যে কর নিয়ে থাকে সেটা আগে ছেড়ে দিক তারপর বাকি কথা হবে।
সচেতন ভোটার এবং বিশেষজ্ঞরা প্রত্যেকেই বুঝতে পারছেন, বিনামূল্যে রান্নার গ্যাসের দাম দেওয়ার কথাটা স্রেফ একটা গিমিক। তা কখনওই সম্ভব নয়। উল্লেখ্য বর্তমানে কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষরা ১৪.২ কেজির বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার ৮২৯ টাকায় কিনছেন। আর উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এটাই কলকাতায় কিনছেন ৫২৯ টাকায়।
তবে রান্নার গ্যাস সিলিন্ডার ফ্রি’তে না মিললেও তা নিয়ে দুই শাসকদলের মধ্যে কথার লড়াই যথেষ্ট নজর কেড়েছে ভোটারদের। আমজনতার মধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে কি এই রান্নার গ্যাস থেকে কেন্দ্রীয় সরকার প্রচুর আয় করে? একটি পক্ষ মনে করতে শুরু করেছেন, বাড়ির রান্নার গ্যাস থেকে রাজ্য সরকারের বুঝি অনেকটা টাকা আয় হয়। কিন্তু প্রকৃত সত্যিটা কী?
ঘটনা হল, বাড়ির রান্নার গ্যাস থেকে কর বাবদ মোটা টাকা আয় কোনও সরকারই করতে পারে না। কারণ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ৫% জিএসটি চাপানো থাকে। এর মধ্যে কেন্দ্রের ভাগ ২.৫ শতাংশ আর রাজ্যের ভাগ বাকি ২.৫ শতাংশ। অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের বর্তমান যা দাম তা থেকে দুই সরকার মিলিয়ে মোট কর বাবদ আয় করে ৪১.৪৫ টাকা। যা আধাআধি আদি ভাগ হয়ে যায় দুই সরকারের মধ্যে।
ফলে বুঝতেই পারছেন, বাড়ির রান্নার গ্যাস সিলেন্ডার নিয়ে এত কথার লড়াই চললেও আসল সত্যিটা অনেকটাই অন্যরকম।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 লটারির থেকে কম নয় সরকারি কর্মীদের জন্য! এক একজন পাবে ২ লাখ টাকা
👉 ভোটের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো, কবে থেকে ছুটি শুরু? জারি হলো বিজ্ঞপ্তি
👉 মহিলাদের জন্য এই ৪ টি প্রকল্প, ভোটের আগেও ছিল ভোটের পরেও থাকবে
👉 একসাথে ৪০০০ শিক্ষকের চাকরি বাতিল! ২৫ হাজার টাকা মাইনে আর মিলবে না
👉 এপ্রিলের শুরুতেই ৩২ টাকা কমে গেল গ্যাসের দাম! কোলকাতায় নতুন দাম কত?