আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকাল চেক বইয়ের ব্যবহার কিছুটা হলেও কমেছে। তবু বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের মধ্যে লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট চেকের ব্যবহার হয়। এক্ষেত্রে যারা অতীতে চেক ব্যবহার করেছেন বা দেখেছেন তাঁদের অভিজ্ঞতা থাকবে যে টাকার অঙ্কটা লেখার পরই Only লেখা থাকে।
চেক লেখার ক্ষেত্রে Only লেখাটা একেবারে বাধ্যতামূলক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেন। তবে ভাববেন না যে এইটা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের কোনও নিয়ম আছে। গোটা বিষয়টাই গ্রাহক স্বার্থে বছরের পর বছর ধরে চলে আসা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
চেকে টাকার অঙ্কটা বানান করে লেখার শেষে ইংরেজিতে Only লেখা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে চেক লেখা হয়। কিছু ক্ষেত্রে হিন্দিতেও চেক লিখতে দেখা যায়। সেক্ষেত্রে শেষে ‘সির্ফ’ শব্দটা লেখা থাকে। কিন্তু কেন এইটা লেখা থাকে জানেন? আসলে গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এই পদ্ধতি অনুসরণ করা হয়।
ধরুন আপনি কাউকে পাঁচ হাজার টাকা চেকের মাধ্যমে প্রদান করবেন। সে ক্ষেত্রে সংখ্যায় ‘5000/-‘ লেখার পর ইংরেজিতে বানান করে ‘Five Thousand Only’ লেখা হয়। কিন্তু প্রশ্ন হল কেন শেষে Only লেখা হয়? এর কারণ আপনি যদি শেষে Only শব্দটা না লিখতেন সেক্ষেত্রে কেউ শেষে আরও কিছু সংখ্যা বানান করে লিখে আপনার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা তুলে নিতে পারবেন।
যেমন ধরুন আপনি Only শব্দটা না লিখলে যাকে চেক দিচ্ছেন তিনি অসৎ হলে সেক্ষেত্রে ‘Five Thousand Four Hundred’ লিখে চেক জমা করতে পারেন। অর্থাৎ অতিরিক্ত ৪০০ টাকা বানান করে লিখে আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন।
এবার ভাবুন এটা যদি কোটি টাকার চেকের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে পরিণামটা কেমন হবে? এক ধাক্কায় কয়েক লক্ষ টাকা প্রতারণার শিকার হতে পারেন আপনি। সেক্ষেত্রে চেকের প্রদেয় অর্থের পরিমাণ বানান করে লেখার শেষে Only শব্দটা রাখলে অতিরিক্ত টাকা তুলে নেওয়া বা প্রতারণা করার সুযোগটা থাকে না।
ঠিক তেমনই থেকে অর্থাঙ্ক সংখ্যায় বসানো শেষে ‘/-‘ এই চিহ্নটি দেওয়া হয়। ফলে এরপর আর কোনও সংখ্যা বসানোর সুযোগ থাকে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে, নিয়ম না থাকলেও প্রতারণা ঠেকাতেই চেকে Only শব্দটি এবং /- এই চিহ্নটি ব্যবহৃত হয়।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ছেড়া নোটে আঠা লাগানোর দরকার নেই, RBI-এর নিয়মটা জানলেই হবে
👉 ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সতর্কতা জারি করল! যেকোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই জানুন
👉 ব্যাঙ্কে গিয়ে আর ভিড় করতে হবে না, এইভাবেই টাকা জমা করতে পারবেন
👉 ১ মাসের মধ্যে তৃণমূলের ভোট ২% বাড়ল, বাম ও বিজেপির কী হাল?
👉 ৬ মাসের মধ্যে সব বাকী মেটাতে হবে, DA নিয়ে বিরাট রায় আদালতের