Aadhaar Card নিয়ে সরকারের নির্দেশ ও তা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। এরই মধ্যে আবার এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল UIDAI কর্তৃপক্ষ। আধার কার্ড সক্রিয় রাখতে ভারতীয় নাগরিকদের এবার এই দুটো নথি বা ডকুমেন্ট আপডেট করার নির্দেশ দিল তারা।
এই মুহূর্তে ফ্রিতে আধার কার্ড আপডেট-এর সুযোগ আছে। সময়সীমা গত ১৪ মার্চ, ২০২৪ তারিখ শেষ হওয়ার কথা ছিল। তবে তা আরও তিন মাসের জন্য বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৪ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। এরপর আধার কার্ড আপডেট করতে হলে আপনাকে রীতিমতো টাকা খরচ করে সেই কাজ করতে হবে।
UIDAI কর্তৃপক্ষ Aadhaar Update নিয়ে জানিয়েছে, ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড যাদের আছে তাঁদেরকে এই সময়ের মধ্যে আপডেট করতে হবে। বিষয়টি বাধ্যতামূলক না হলেও তা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ তাতে দরকারি সময়ে সমস্যা এড়ানো যাবে। উল্লেখ্য ২০২৩ সালের জানুয়ারি মাসের তথ্য বলছে, ভারতে এই মুহূর্তে প্রায় ১৩৬ কোটি আধার কার্ড আছে।
আধার কার্ডে এই ২ নথি কেন আপডেট করতে হবে?
দেশের একটা বড় অংশের মানুষ বহুদিন আগে আধার কার্ড তৈরি করেছিলেন। কিন্তু এতোদিনে সেই তাঁদের বাসস্থানের ঠিকানা, মুখের ছবি, বায়োমেট্রিক তথ্য ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে। আর সেই কারণেই আধার কার্ডের তথ্য আপডেট করতে বলা হচ্ছে। কারণ এই এতো দীর্ঘ সময় পর আপনার আধার কার্ডে যে তথ্যগুলি আছে তা আপডেট না হলে আধারের উদ্দেশ্যই অকেজো হয়ে পড়বে।
তাই UIDAI ঠিক করেছে ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে। এবার কেউ কেউ ভাবতে পারেন, দশ বছর আগেও যে ঠিকানায় বসবাস করতেন বর্তমানে সেই একই ঠিকানায় আছেন। তাহলে নতুন করে কী আপডেট করবেন! তাঁদেরকে বলার, ভাল করে দেখে নিন আপনার ঠিকানার ইংরেজি স্পেলিং ঠিক আছে কিনা। সেখানে ভুল থাকলে আপডেট করুন। আর যদি সব ঠিক থাকে এরপর আপনার ছবি আপডেট করুন। কারণ দশ বছর আগে আপনাকে দেখতে যেমন ছিল দশ বছর পর অবশ্যই আপনার দেহাকৃতি ও লুকসের পরিবর্তন ঘটেছে।
এর পাশাপাশি UIDAI জানিয়েছে, আধার কার্ডকে সক্রিয় রাখতে হলে আপনার পরিচয় পত্র এবং ঠিকানা এই দুটি বিষয়ে একটি করে কাগজ অর্থাৎ নথিপত্র আপডেট করতে হবে।
কীভাবে এই দুই নথি আধার কার্ডে আপডেট করবেন?
(1) প্রথমে MyAadhaar পোর্টালে ঢুকুন। https://myaadhaar.uidai.gov.in এই হল লিঙ্ক।
(2) আধার নম্বর সহ ব্যক্তিগত বিবরণ দিয়ে লগইন করুন।
(3) এবার Name/Gender/Date of Birth & Address Update অপশনে ক্লিক করুন।
(4) এবার Update Aadhaar Online অপশনে ক্লিক করতে হবে।
(5) এবার ডেমোগ্রাফিক বিকল্পগুলির মধ্যে থেকে আপনি ঠিকানা ও পরিচয়পত্রের জন্য কী কী নথি আপডেট করতে চাইছেন সেটা নির্বাচিত করুন এবং Proceed to Update Aadhaar অপশনে ক্লিক করুন।
(6) আপনার ঠিক করা তথ্যের সাপেক্ষে উপযুক্ত নথির ছবি আপলোড করুন। ঠিকানার ক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্র, বয়স পরিবর্তনের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র আপলোড করুন।
(7) একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (URN) পাবেন। সেটা নিজের কাছে রেখে দিন। পরবর্তীতে ওই সার্ভিস রিকুয়েস্ট নম্বর ট্র্যাক করে আপনার আপডেট রিকোয়েস্ট ঠিক কোন অবস্থানে আছে তা দেখতে পাবেন। সাধারণত এক সপ্তাহের মধ্যে আপডেট সম্পূর্ণ হয়ে যায়।
(8) তবে মাথায় রাখবেন নিজের ছবি বা বায়োমেট্রিক ডেটা আপডেট করতে হলে আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রেই যেতে হবে। সেখানে টাকা দিয়ে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ৫০ দিন একদম ফ্রি! শুধুমাত্র জিও ব্যবহারকারীদের জন্য, কীভাবে পাবেন জানুন
👉 ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আর যা ইচ্ছে হবেনা! নতুন নিয়ম আনছে RBI
👉 এসব থেকে দূরে থাকতে বলছে সরকার, নাহলে দেওয়া হবে কঠোর শাস্তি
👉 ২৪ মার্চ পর্যন্ত থাকবে এই অফার! গুগল পে থেকে ১৫১ টাকা পাওয়ার বিরাট সুযোগ
👉 ৩১ মার্চ লাস্ট ডেট! তারপর কি সময় বাড়ানো হবে? ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই করুন এই কাজ