অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কিন্তু এখনও প্রথম দফার ভোট হয়নি। আগামী ১৯ এপ্রিল ৭ দফার নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হবে দেশজুড়ে। তার আগেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের ২ শতাংশ ভোট বেড়ে গেল! উল্লেখযোগ্যভাবে ভোট বেড়েছে বামেদের’ও।
কে কত ভোট পেয়েছেন তা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর ভোট গণনার মধ্য দিয়েই একমাত্র জানা যায়। এটাই এতদিন হয়ে এসেছে। কিন্তু প্রায় দেড় মাস ধরে চলা নির্বাচন প্রক্রিয়ার প্রথম দফার ভোট হওয়ার আগেই কীভাবে তৃণমূল বা বামেদের ভোট বাড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আসলে এবিপি নিউজ ও সি ভোটারের যৌথ সমীক্ষায় মার্চ মাসে তৃণমূলের পক্ষে বাংলায় ভোট শতাংশ দেখানো হয়েছিল প্রায় ৪৬ শতাংশ। কিন্তু এপ্রিল মাসের শুরুর দিকে করা সমীক্ষার রিপোর্ট বলছে, এই মাসেই যদি বাংলার ৪২ টি লোকসভা আসনে একসঙ্গে নির্বাচন হয় তবে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে প্রায় ৪৮ শতাংশ ভোট।
অপরদিকে মার্চ মাসে বামেদের ঝুলিতে এই সমীক্ষাটি দেখিয়েছিল তারা ৪ শতাংশ ভোট পেতে পারে। কিন্তু এপ্রিল মাসে সেটা বেড়ে হয়েছে ৫ শতাংশ। যদিও এগুলো সবই ভোট পূর্ববর্তী সমীক্ষা। তাই পুরোপুরি সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। সমীক্ষার রিপোর্টের সঙ্গে আসল নির্বাচনের ফলাফল মিলবেই তার কোনও মানে নেই।
এবিপি নিউজ এবং সি ভোটারের এই যৌথ সমীক্ষার রিপোর্ট বলছে বাংলার বুকে কংগ্রেসের প্রাপ্ত ভোট শতাংশ দাঁড়াতে পারে ৭ শতাংশে। অপরদিকে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির ভাগে যেতে পারে প্রায় ৪১ শতাংশ ভোট। অন্যান্য কিছু ছোট দল এবং নির্দলরা মিলে পেতে পারে প্রায় ২ শতাংশ ভোট।
এবিপি নিউজ এবং সি ভোটারের এই যৌথ সমীক্ষার রিপোর্ট দেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শিবির যথেষ্ট খুশি। কিন্তু অন্য বেশ কিছু সংস্থার গ্রাউন্ড রিপোর্ট যা বলছে তা আবার এই সমীক্ষক দলের পূর্বাভাসের সঙ্গে একেবারেই মেলে না। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট-এর একদল গবেষকের করার সমীক্ষা রিপোর্টে বামেদের পক্ষে যে ভোট শতাংশ দেখানো হয়েছে তা রীতিমত রাজ্যের প্রাক্তন শাসক দলকে উজ্জীবিত করতে পারে।
২০১৯ এর লোকসভা নির্বাচন এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় আসন সংখ্যা নিরিখের শূন্য হয়ে গিয়েছে বাম তথা রাজ্যের প্রধান কমিউনিস্ট পার্টি সিপিএম। কিন্তু আইএসআই-এর গবেষকদের করা সমীক্ষা থেকে উঠে আসা রিপোর্টে দাবি করা হয়েছে, বামেদের ভাগে ৪-৬ টি আসন জুটতে পারে। এমনকি ওই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী রাজ্যের ১০-১২ টি আসনে প্রধান বাম দল সিপিএমের প্রবল সম্ভাবনা আছে। এই আসনগুলিতে ত্রিমুখী লড়াইয়ে বামেরা বড় চমক দিয়ে জিতে যেতেও যেতেও পারে।
সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে মুর্শিদাবাদ, দমদম, যাদবপুর এবং কৃষ্ণনগর এই চারটি লোকসভা আসনে বামেদের জয়ের সম্ভাবনা অতি উজ্জ্বল। এছাড়াও শ্রীরামপুর, বর্ধমান পূর্ব, আসানসোল বীরভূম, তমলুকের মত কেন্দ্রগুলিতে বামেদের ফলাফল চমকে দিতে পারে।
এগুলির মধ্যেও কিছু আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ে বামেদের দখলে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাছাড়াও বলা হয়েছে যে, দক্ষিণবঙ্গের বহু আসনে ভোট প্রাপ্তির নিরিখে প্রথম দুটি দলের মধ্যে উঠে আসার প্রবল সম্ভাবনা বামেদের। এদিকে দক্ষিণ কলকাতায় এবার সিপিএম প্রার্থী শায়লা শাহ হালিম চমক দিতে পারেন বলে একটি অংশের ধারণা।
বিজেপি আবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জয়নগর, বারাসত, আরামবাগের মত কেন্দ্রগুলি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে পারে বলেও একটি অংশের দাবি।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ৬ মাসের মধ্যে সব বাকী মেটাতে হবে, DA নিয়ে বিরাট রায় আদালতের
👉 B.Ed প্রার্থীদের ধাক্কা আরো বাড়লো, হাইকোর্ট দিল এই নির্দেশ
👉 ৫ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে মোদি সরকার, তাও আবার কোনও সুদ ছাড়াই!
👉 ১৪ জুন পর্যন্ত সময় আছে! এর মধ্যেই আধার কার্ডের DOB ঠিক করে নিন
👉 ১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই