IPL-এর মরশুমে ধামাকাধার অফার Google Pay-এর। আজকের দিনে UPI পেমেন্ট করেন না এমনটা আর কে আছে! সেক্ষেত্রে গুগল পে যে ঠিক কতটা বড় ভূমিকা পালন করে সে বিষয়েও অনেকে ওয়াকিবহাল। সেই Google Pay এবার আপনার জন্য নিয়ে এসেছে এক আকর্ষণীয় উপহার। সামান্য কটা জিনিস করলেই এই আইপিএলের মরশুমে ১৫১ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।
Google Pay তাদের অ্যাপে Cricket Fest নামে একটি বিশেষ ইভেন্ট শুরু করেছে। যার মাধ্যমে সহজেই পাওয়া যাচ্ছে ১৫১ টাকা ক্যাশব্যাক। শুধু এর জন্য এই ইভেন্টের মাধ্যমে আপনাকে ২০০ জন সুপার ফ্যান জোগাড় করতে হবে। তাহলেই ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে আপনার সামনে। তবে এই সুযোগ ২৪ মার্চ পর্যন্ত পাওয়া যাবে।
কীভাবে Cricket Fest অফারের মাধ্যমে ১৫১ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে?
(1) Google Pay অ্যাকাউন্ট না থাকলে প্রথমে Play Store থেকে Google Pay অ্যাপটি ডাউনলোড করুন।
(2) এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস দিয়ে Google Pay অ্যাকাউন্ট খুলুন।
(3) এবার ভেতরে ঢুকে একটু নিচে নামুন। Offers & Rewards বলে একটা অপশন আপনার চোখে পড়বে। তাতে ক্লিক করলে Cricket Fest নামে আরেকটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।
(4) এবার Gather Superfans নামে একটি বাটন দেখতে পাবেন, সেটায় প্রেস করুন।
(5) এবার আপনার ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সবাইয়ের নাম দেখতে পাবেন। তাঁদের নামের পাশে Ask বলে একটি অপশন থাকবে, তাতে ক্লিক করবেন। তাহলেই আপনার ফোনের কন্টাক্ট লিস্টে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে একটি লিঙ্ক চলে যাবে।
(6) এবার সেই ব্যক্তি যদি আপনার পাঠানো লিঙ্কে ক্লিক করেন তাহলে নামের অধীনে ১টি সুপার ফ্যান যোগ হবে।
(7) এছাড়া আপনি ওখানে থাকা Cricket Match অপশনে ক্লিক করেও একটি সহজ গেম খেলতে পারবেন। এটি খেলেও আপনি সুপারফ্যান সংগ্রহ করতে পারবেন।
(8) আপনার সংগ্রহ করা সুপারফ্যানের সংখ্যা ২০০ হলেই Google Pay একটি স্ক্র্যাচ কার্ড দেবে।
(9) সেটি স্ক্র্যাচ করে আপনি সর্বোচ্চ ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিততে পারবেন।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ৩১ মার্চ লাস্ট ডেট! তারপর কি সময় বাড়ানো হবে? ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই করুন এই কাজ
👉 রবিবারেও ব্যাঙ্ক খোলা থাকবে! শুধুমাত্র এই কারনেই ছুটি বাতিল করল RBI
👉 কোনো ব্যাঙ্ক বাদ নেই! সবগুলোকেই এই বিষয়ে সতর্ক করলেন RBI গভর্নর
👉 ১৪ মার্চ লাস্ট ডেট ছিল, আধার কার্ডের এই কাজের জন্য আবারো তারিখ বাড়ানো হলো
👉 যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটা তো চলবেই, এদের জন্য নতুন কার্ড চালু হলো