রাজ্যের শিক্ষকরা আবারো রাস্তায়, এই ২ টি দাবী নিয়ে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবারো রাস্তায় রাজ্যের শিক্ষকরা। দুটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে শিয়ালদহ স্টেশন থেকে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পদদেশ পর্যন্ত হল মিছিল। এই মিছিল থেকে এক বিশেষ স্তরের শিক্ষকদের বেতনের পে স্কেল ঠিক করার পাশাপাশি রাজ্যের সকল শিক্ষককে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত করার দাবি তোলা হয়েছে।

দি টিচার্স সোসাইটি (The Teachers’ Society) নামে তুলনায় নবীন এবং স্বল্প পরিচিত একটি শিক্ষক সংগঠনের উদ্যোগে এই মিছিল হয়। সেখানেই আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষকদের পে স্কেল যথাযথ করার দাবি তোলা হয়। নির্দেশ থাকলেও এখনও কেন হল না সেই নিয়ে মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

পাশাপাশি রাজ্যের সকল কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষককে West Bengal Health Scheme বা WBHS-এর আওতাভুক্ত দ্রুত করতে হবে বলে বক্তারা নিজেদের কথা বলার সময় রাজ্য সরকারের কাছে দাবি হিসেবে উত্থাপন করেন।

অন্যান্য রাজ্য সরকারি কর্মীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ-সুবিধা পেলেও শিক্ষক শ্রেণি কেন বঞ্চিত হচ্ছেন, এটা নিয়ে অবশ্য দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। এমনিতে মহার্ঘ ভাতা কম পাওয়া নিয়ে বাকি রাজ্য সরকারি কর্মীদের মতই ক্ষুব্ধ শিক্ষকরাও।

তাছাড়া এই রাজ্যের বেশিরভাগ শিক্ষকের পদোন্নতির তেমন কোন‌ও সুযোগ থাকে না। এমন অবস্থায় হেলথ স্কিমের সুবিধা না পাওয়ায় বাংলার শিক্ষকরা সার্বিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন বলে বহুদিনের অভিযোগ। এই শিক্ষক সংগঠনটি তাঁদের কর্মসূচিতে সেই দুটি অভিযোগকে সামনে নিয়ে এসে প্রতিবাদের ডাক দিয়েছে।

ঘটনাচক্রে The Teachers’ Society নামে শিক্ষক সংগঠনটি তাঁদের কর্মসূচিতে অন্যান্য বেশ কিছু শিক্ষক সংগঠনের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ পেয়েছে। প্রাথমিক শিক্ষকদের একটি বৃহৎ সংগঠন এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয়। ওই সংগঠনের নেতা দীনবন্ধু বিদ্যাভূষণ জানান, তাঁদের পক্ষ থেকে ইতিমধ্যেই শিক্ষকদের হেলথ স্কিমের আওতাভুক্ত করার দাবিতে জেলায় জেলায় সই সংগ্রহ শুরু হয়েছে।

গোটা বিষয়টি থেকে একটা ব্যাপার পরিষ্কার, রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা তো আছেই। এবার তার সঙ্গে হেলথ স্কিমে শিক্ষকদের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে নতুন লড়াই শুরু হতে চলেছে। এখন দেখার রাজ্য সরকার এই বিষয়ে কী অবস্থান নেয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 আদালতে DA আন্দোলনকারীদের বড় জয়, বিরাট চাপে রাজ্য সরকার

👉 আধার কার্ড নিয়ে নতুন নির্দেশ, না মানলে সব শেষ

👉 ৪ টে পর্যন্ত স্কুলে থাকতে হবেনা, এবার স্কুল ছুটি হবে এতটাই

👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ৮০ টাকা ছাড়! এইভাবে নিন ফায়দা

👉 রান্নার গ্যাসে ৩৬০০ টাকা ভর্তুকি দেবে মোদি সরকার, এইসব গ্যাস গ্রাহকদের জন্য

Leave a Comment