মার্চ-এপ্রিলে রেশনে ভর্তুকিতে অনেক কিছু দিচ্ছে রাজ্য, না পেলে চরম লস

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উৎসবের মরশুম শেষ হয়েও যেন হয় না শেষ। গরম পড়ার মুখেই শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসগত ১২ মার্চ থেকে শুরু হয়েছে রোজা রাখা। পবিত্র এই রমজান মাসে সারাদিনের রোজা শেষে ইফতার করার সময় ভাল-মন্দ খাওয়া দাওয়া করেন রোজাদারেরা। ফলে এই সময় ফল-মূল কেনার পাশাপাশি বাড়িতে নানান মুখরোচক খাবার তৈরি করার রেওয়াজ আছে। এর জন্য বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়।

কিন্তু গরিব রোজাদারদের যাতে কোন‌ও সমস্যা না হয় সেই দিকে তাকিয়ে এবার এগিয়ে এল সরকার। রমজান উপলক্ষে গোটা মার্চ ও এপ্রিল মাসের বেশ কিছুটা সময় গরিব রোজাদারদের জন্য রেশনে বিশেষ ভর্তুকিতে নানান খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

প্রতি মাসের প্রথমেই রেশনে বরাদ্দ চাল-গমের পরিমাণ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়। এই মার্চ ও এপ্রিল মাস নিয়ে এবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত রেশনে ভর্তুকিতে চিনি, ময়দা, ছোলা দেওয়া হবে

তবে ভর্তুকিতে এই বিশেষ খাদ্যশস্য সকলে পাবেন না। এগুলো কেবলমাত্র অন্ত্যোদয় অন্ন যোজনা ও বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলির জন্য দেওয়া হবে। এর জন্য আলাদা করে কিছু করতে হবে না। রেশন কার্ড নিয়ে খাদ্যশস্য আনতে গেলেই ভর্তুকিতে এই জিনিসগুলো পেয়ে যাবেন।

মার্চ-এপ্রিল মাসে কোন রেশন কার্ড হোল্ডার কতটা করে খাদ্যশস্য পাবেন?

AAY- Antyodaya Anna Yojana: এই রেশন কার্ড যে সকল পরিবারের আছে তাঁরা পরিবার পিছু মাসে সম্পূর্ণ বিনামূল্যে ২১ কেজি চাল ও ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম পাবেন। পাশাপাশি ১৩.৫০ টাকা দিয়ে তাঁরা রেশন থেকে ১ কেজি চিনিও কিনতে পারবেন। তবে রমজান মাস উপলক্ষে আরও ৩২ টাকা দিয়ে অতিরিক্ত আরও ১ কেজি চিনি, ৬২ টাকা দিয়ে এক কেজি ছোলা ও ২৬ টাকা দিয়ে এক কেজি ময়দা পাবেন তাঁরা।

SPHH- State Priority House Hold: এই রেশন কার্ড ধারীরা নভেম্বর মাসে বিনামূল্যে ৩ কেজি করে চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম পাবেন। এর অতিরিক্ত তাঁরা কিছু পাবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PHH- Priority Household: এই রেশন কার্ড যাদের আছে তাঁরাও এবার থেকে প্রতি মাসে বিনামূল্যে ৩ কেজি করে চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম পাবেন। অতিরিক্ত ৬ কেজি চাল‌ও পাওয়া যাবে।

RKSY-I – Rajya Khadhya Sursaksha Yojana I: এই রেশন কার্ড যাদের আছে তাঁরা প্রতি মাসে এবার থেকে মাথাপিছু ৫ কেজি চাল বিনামূল্যে রেশন থেকে পাবেন। ধরুন কোন‌ও পরিবারে পাঁচ জন সদস্যেরই RKSY-I রেশন কার্ড আছে। তবে তাঁরা রেশন দোকান থেকে মোট ২৫ কেজি চাল পাবেন। এছাড়াও চাইলে অল্প টাকা দিয়ে রেশন দোকান থেকে চিনি, নুন, তেল, ছোলা ইত্যাদি কিনতে পারবেন। এই রেশন কার্ড হোল্ডাররা মাথাপিছু ৬ কেজি করে চাল অতিরিক্ত পাবেন।

RKSY-II – Rajya Khadya Suraksha Yojana – II: রেশন কার্ড হোল্ডাররা আগের মতোই ২ কেজি করে চাল পাবেন রেশন দোকান থেকে। তাঁরা আর কোনও কিছু রেশন ব্যবস্থার মাধ্যমে পাবেন না।

তবে ভর্তুকি দিয়ে চিনি, ময়দা ও ছোলা কিনতেই হবে এমন কোন‌ও কথা নেই। কেউ না চাইলে ওগুলো নাও নিতে পারেন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 আদালতে DA আন্দোলনকারীদের বড় জয়, বিরাট চাপে রাজ্য সরকার

👉 স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই সাবধান! সবাইকে এই কথা জানালো SBI কর্তৃপক্ষ

👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ৮০ টাকা ছাড়! এইভাবে নিন ফায়দা

👉 রান্নার গ্যাসে ৩৬০০ টাকা ভর্তুকি দেবে মোদি সরকার, এইসব গ্যাস গ্রাহকদের জন্য

👉 আধার কার্ড নিয়ে নতুন নির্দেশ, না মানলে সব শেষ

👉 ৪ টে পর্যন্ত স্কুলে থাকতে হবেনা, এবার স্কুল ছুটি হবে এতটাই

Leave a Comment