তরুণের স্বপ্ন প্রকল্প ২০২৪! ১০,০০০ টাকা দেবে সরকার, কিন্তু কবে ঢুকবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্কুল ছাত্র ছাত্রীদের ভালোর কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে একটি উদ্যোগ চালু করা হয়ে ছিলো, সেই উদ্যোগের নাম হলো ‘তরুণের স্বপ্ন প্রকল্প’। ২০২১ সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ট্যাব বা স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

তবে এইবার একাদশ শ্রেণী থেকেই এই ট্যাব বা স্মার্ট ফোন দেওয়া হবে বলে ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে, এইবার থেকে একাদশ শ্রেণীতেই তরুণের স্বপ্ন প্রকল্পের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

তরুনের স্বপ্ন প্রকল্পে ১০,০০০ টাকা কারা পাবে?

যে সকল ছাত্র-ছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে ও যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে সদ্য উঠেছে, তাদের এই বার একসঙ্গে ট্যাব বা স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এই জন্য একটি ২৬ দফা গাইডলাইন প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। রাজ্য শিক্ষা দপ্তর এই প্রসঙ্গে বলছেন যে, যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করে ২০০০ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। ‌

আগের বছর গুলিতে নানা ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রীদের টাকা পেতে সমস্যা হয়ে ছিলো তাই এইবারে যাতে সেইসব সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণে শিক্ষা দপ্তরের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে ও রাজ্যের স্কুলগুলিকেও সেই মোতাবেক কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের একসাথে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই শোনা গেছে, দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাঙ্কের ডিটেলস সমস্ত কিছুর বেশিরভাগই স্কুল ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য, একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক ডিটেলস ও আধার কার্ড কিছু কিছু স্কুল একাদশ শ্রেণীতে ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছিলো, তবে এমন কিছু স্কুল ছিল যারা সেটি সংগ্রহ করেনি, তারা আবার কিছু স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় এই ব্যাঙ্ক ডিটেলস ও আধার কার্ড সংগ্রহ করবে বলে জানিয়েছে।

আরো পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪, কবে টাকা ঢুকবে? গুরুত্বপূর্ণ আপডেট দেখুন

কবে থেকে টাকা ঢুকবে?

আবেদন ও টাকা ব্যাঙ্কে ডিস্ট্রিবিউশনের তারিখ হিসেবে সেভাবে কিছু বলা হয় নি। তবে বিগত বছরগুলির ক্ষেত্রে এনালাইস করলে দেখা যাবে যে,তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পর থেকে দেওয়া শুরু হয়েছে।

২০২২ সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা শিশু দিবস অর্থাৎ ১৪ই নভেম্বরের দিন থেকে ছাত্র-ছাত্রীদের একাউন্টে দেওয়া হয়েছিল আর ২০২৩ সালে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা শিক্ষক দিবসের পরের দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বরের পরের দিন ৬ সেপ্টেম্বর থেকে দেওয়া হয়ে ছিলো। তাই মনে করা হয় যে, এই টাকাও আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।

Leave a Comment