Summer vacation has increased again how many days is the school vacation
WhatsApp Group Join Now

গরমে মানুষের ঘর্মাক্ত অবস্থা হয়ে যাচ্ছে! এই অবস্থায় আর‌ও একবার গ্রীষ্মের ছুটি বাড়ানো হলো। আগামী ৩০ শে জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুল গুলি বন্ধ থাকবে বলে নতুন নির্দেশিকা বেরিয়েছে আর ছুটির এই নির্দেশিকাতে  সিলমোহর দিলো খোদ একটি রাজ্য সরকার।

এই নির্দেশিকায় আসলে কী জানানো হয়েছে আর কোন ক্যাটেগরির স্কুল কতদিন বন্ধ থাকবে তা জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। মাঝখানে সাময়িক কিছুটা ঝড় ও বৃষ্টি বাদলা হলেও গরম যে কে সেই রয়ে গেছে। ‌ এই প্রচন্ড গরমের মধ্যে কোন কোন জায়গায় আবার বৃষ্টি ছিটেফোটাও দেখা যাচ্ছে না ‌

এই অবস্থায় আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে, প্রধানত মৌসুমী বায়ুর একই অক্ষরেখার ওপর অবস্থান এবং এল নিনোর প্রভাবেই এমনটা ঘটেছে। তাই এই অস্বাভাবিক গরমের হাত থেকে রেহাই পেতে রাজ্যে আরও ছুটি বেড়ে গেল।

উত্তর প্রদেশ (UP) BTC Teachers Association এর প্রেসিডেন্ট অনিলবাবু প্রাথমিক শিক্ষা পর্ষদ কে চিঠিতে লিখেছেন যে রাজ্যে প্রচন্ড তাপদাহ চলার কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে জুন পর্যন্ত বর্ধিত করতে ওদিকে গ্রীষ্মের ছুটি বাড়ানোর একই দাবি  Primary Teachers Trained Graduates Association এর প্রেসিডেন্ট জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রাইমারি এডুকেশন বোর্ডের সেক্রেটারিকে।

আরো পড়ুন: ১০,০০০ টাকা দেবে মমতা সরকার! ১.৫ কোটি মানুষ পাবে এই সুবিধা, আপনি পাবেন কী জানুন

হ্যাঁ, উত্তর প্রদেশ জুড়ে যে তীব্র দাবদাহ সৃষ্টি হয়েছে সেই তীব্র দাবদাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটি ৩০ শে জুন পর্যন্ত না বাড়ালেও বুনিয়াদি বিদ্যালয়গুলিতে ২৮ শে জুন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে ২৪ শে জুন পর্যন্ত বাড়ানো হলো।

উল্লেখ্য,উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফে স্কুল এডুকেশন বোর্ড এর আধিকারিক মিস্টার ভার্মা গ্রীষ্মের বাড়তি ছুটির এই বিষয়টি সম্পর্কে সকলকে অবগত করেছেন ‌

WhatsApp Group Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *