বাচ্চাদের স্কুল বাসে তুলে দিয়ে আর চিন্তা নেই, এমনই ১ নিয়ম আনলো রাজ্য সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য পড়ুয়ারা বাস বা পুলকার বেছে নেয়। রাজ্যের একাধিক সরকারি বা বেসরকারি স্কুলের পড়ুয়াদের এইভাবেই বাস ও পুলকারের ব্যবস্থা করে দিয়ে নিশ্চিন্ত হন অভিভাবকরা। কিন্তু এই পুলকারগুলি নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি হল।

বাচ্চাদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, সেই কারণে পথের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে অনেকগুলো নির্দেশিকা জারি করলো পরিবহন দপ্তর। শুক্রবার সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী নয়া নির্দেশিকাগুলির কথা বলেছেন।

এই নয়া নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে যে, পুলকার গুলিকে আলাদা করে চিহ্নিত করতে হবে, এটি করার জন্য পুলকারগুলিকে হলুদ ও নীল রঙ দিয়ে রঙিন করতে হবে, একই সাথে এই পুলকারগুলির বৈধ কাগজ রাখতে হবে গাড়িতে। এছাড়া পুলকারগুলিতে প্রত্যেক পড়ুয়ার জন্য রাখতে হবে সিট বেল্ট।

এই পুল কারগুলিতে থাকবে দৃশ্যমান কাঁচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা ও ফার্স্ট এড বক্স। এক‌ইসাথে প্রতি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখতে হবে, যিনি নিকটবর্তী পরিবহন অফিসের সাথে যোগাযোগ রাখবেন।

এতো গেলো পুলকার গুলির কথা,বাসগুলির মধ্যে দৃষ্টিগোচর জায়গায় স্কুল বাস কথাটি লিখতে হবে। পরিবহন দপ্তর এই প্রসঙ্গে আরো বলেছেন যে,স্কুল বাসের ভিতর যাতে যথেষ্ট আলো থাকে সে দিকটা খেয়াল রাখতে হবে।

আরো পড়ুন: আবারো বাড়লো গরমের ছুটি, এবার কত তারিখ পর্যন্ত স্কুল বন্ধ?

জরুরী পরিস্থিতির জন্য অগ্নি নির্বাপক যন্ত্র আর বাসের ভিতর  ও বাইরে লিখে রাখতে হবে আপৎকালীন নাম্বার। এছাড়াও ভেহিকেলস লোকেশন ট্র্যাকিং ডিভাইস রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, রাজ্যের পড়ুয়াদের সুরক্ষার জন্য রাজ্য সরকার এই সকল বিধি নিষেধ চালু করেছেন,তবে বাস মালিক চালকদের পাশাপাশি  অভিভাবকদেরকেও পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের সকলেই বলা হচ্ছে তারা যেন গাড়ির চালকের নম্বর নিজেদের কাছে রাখে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment