আর ১ বারে উচ্চ মাধ্যমিক পাশ হবেনা! পরীক্ষার নতুন নিয়ম শুরু হলো

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর একবারে হবেনা, এবার উচ্চমাধ্যমিক পাশ করার জন্য বছরে দু’বার পরীক্ষা দিতে হবে। সম্পূর্ণ বদলে গেল উচ্চশিক্ষা সংসদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পদ্ধতি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে

জাতীয় শিক্ষানীতিতে এমনই সুপারিশ ছিল রাজ্য সরকারের। তাতে একটু আদল বদল করে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে সেখানেও ইঙ্গিত দেওয়া হয়েছিল, উচ্চমাধ্যমিক পরীক্ষা এবার বছরে দু’বার করে নেওয়া হবে। সেই পথে হেঁটেই এবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল উচ্চ শিক্ষা সংসদ। ফলে এই বছর মাধ্যমিক পাস করে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে তারাই এই সেমিস্টার পদ্ধতির প্রথম ব্যাচ হবে

পরীক্ষা পদ্ধতির এই বদলের ফলে একটি সেমিষ্টারে ফেল করেও পরের পরীক্ষায় পাশ নম্বর তুলে নেওয়ার সুযোগ থাকছে। তবে বিষয়টির গুরুত্ব শুধু এখানে আটকে নেই। বরং এই নিয়ম বদলের হাত ধরে খুঁটিনাটি অনেক কিছুর‌ই পরিবর্তিত হয়েছে। এই প্রতিবেদনে পড়ুয়া এবং অভিভাবকদের জন্য সেই যাবতীয় খুঁটিনাটি বিষয় তুলে ধরা হল-

১) নতুন নিয়মে একাদশ শ্রেণিতে দু’বার এবং দ্বাদশ শ্রেণিতে দু’বার, মোট চারবার পরীক্ষা দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের।

২) এরমধ্যে একাদশ শ্রেণির দুটি সেমিস্টারের পরীক্ষা স্কুলগুলো নিজেদের মত করে নেবে। তবে দ্বাদশ শ্রেণির দুই সেমিস্টারের পরীক্ষা উচ্চশিক্ষা সংসদ নেবে এবং তার খাতাও বাইরের শিক্ষকরা দেখবেন।

৩) প্রথম ও তৃতীয় সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণির প্রথম পরীক্ষা ও দ্বাদশ শ্রেণির প্রথম পরীক্ষা নভেম্বর মাসে নেওয়া হবে। আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার মার্চ মাসে নেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪) দ্বাদশ শ্রেণিতে উঠলেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। এই নতুন ব্যবস্থায় অ্যাডমিট কার্ড নিয়েই দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টারের পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হবে।

৫) একাদশ শ্রেণির দুটি সেমিস্টারের খাতা দেখবেন নিজের স্কুলের শিক্ষকরাই। তবে দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টারের পরীক্ষার খাতা এখনের মতই বাইরের অন্য স্কুলের শিক্ষকরা দেখবেন।

৬) বর্তমানে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের বিষয়গুলির লিখিত পরীক্ষা হয় ৭০ নম্বরের ও কলা এবং বাণিজ্যিক বিভাগের বিষয়গুলির লিখিত পরীক্ষা হয় ৮০ নম্বরে। বিজ্ঞানের বিষয়গুলির প্রাকটিক্যাল পরীক্ষায় ৩০ নম্বর থাকে, আর বাকি বিষয়গুলোর প্রজেক্টে থাকে ২০ নম্বর। নতুন নিয়মে প্রতিটি সেমিস্টারে বিজ্ঞান বিভাগের বিষয়গুলির ৩৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। আর কলা ও বাণিজ্যিক বিভাগের বিষয়গুলির ৪০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্র্যাক্টিক্যাল এবং প্রজেক্টের নম্বর বছর শেষে মার্কশিটের সঙ্গে যোগ করা হবে। সব মিলিয়ে আগের মতই মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

৭) উচ্চশিক্ষা সংসদ জানিয়েছে, প্রথম ও তৃতীয় সেমিস্টারে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন করা হবে। প্রথম সেমিস্টারের প্রশ্ন স্কুল নিজের মত করে করবে। কিন্তু তৃতীয় সেমিস্টারের প্রশ্ন অর্থাৎ দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের প্রশ্নের উত্তর OMR শিটে দিতে হবে। অপরদিকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রশ্ন ব্যাখ্যামূলক হবে।

৮) কোন‌ও পরীক্ষার্থী প্রথম সেমিস্টারে পাস না করলেও দ্বিতীয় সেমিস্টারে সেই ঘাটতি পূরণ করে একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে। অপরদিকে তৃতীয় সেমিস্টারে ফেল করলেও চতুর্থ সেমিস্টারে ভাল নম্বর তুলে দ্বাদশ শ্রেণি অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে যাওয়ার সুযোগ থাকছে। তবে উচ্চশিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, প্র্যাকটিকাল এবং প্রজেক্টে পাস না করলে লিখিত পরীক্ষায় ভাল নম্বর পেলেও সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে।

৯) ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় পাস করে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে সেই সমস্ত পড়ুয়ারা এই সেমিস্টার পদ্ধতিতেই পড়াশোনা শুরু করবে।

১০) সেমিস্টার পদ্ধতি চালুর ফলে পড়ুয়াদের উপর পড়াশোনার চাপ কমবে বলে মনে করছেন অনেকে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 রাজ্যের শিক্ষকরা আবারো রাস্তায়, এই ২ টি দাবী নিয়ে

👉 মার্চ-এপ্রিলে রেশনে ভর্তুকিতে অনেক কিছু দিচ্ছে রাজ্য, না পেলে চরম লস

👉 আধার কার্ড নিয়ে নতুন নির্দেশ, না মানলে সব শেষ

👉 রান্নার গ্যাসে ৩৬০০ টাকা ভর্তুকি দেবে মোদি সরকার, এইসব গ্যাস গ্রাহকদের জন্য

👉 আদালতে DA আন্দোলনকারীদের বড় জয়, বিরাট চাপে রাজ্য সরকার

Leave a Comment