১ মাসের রিচার্জ করলে খরচ বাড়বে! কিন্তু এইভাবে রিচার্জ করলে টাকা বাঁচবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মোবাইল গ্রাহকদের জন্য এটা কিছুটা হলেও দুঃসংবাদ। সূত্রের খবর, লোকসভা নির্বাচন মিটলেই প্রতিটি ট্যারিফ বা প্রিপেড প্ল্যানের মূল্য বাড়াতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল কানেকশন নেটওয়ার্ক এয়ারটেল। অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময় থেকেই প্রিপেড কানেকশনের দাম বাড়তে চলেছে।

এই অবস্থায় গ্রাহকদের স্বস্তি দিতে পারে এয়ারটেলের বার্ষিক প্রিপেড প্ল্যানগুলো। তাতে একসঙ্গে একটু বেশি টাকা খরচ করতে হলেও সেগুলিকে মাসের হিসেবে ভাগ করলে খরচটা তুলনায় অনেকটা কম পড়ে।

বিশেষ করে ফেনের দাম বাড়ার আগেই এক বছর মেয়াদের বার্ষিক প্রিপেড প্ল্যান রিচার্জ করেন তবে গড় হিসেবে অনেকটা টাকাই বেঁচে যাবে। তাছাড়া এয়ারটেলের এই বার্ষিক প্রিপেড প্ল্যানগুলোয় বেশ ভাল পরিমান সুযোগ-সুবিধা দেওয়া হয়। বিপুল পরিমাণ ডেটা, ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রাইশন সবই বিনামূল্যে পাওয়া যায় এই বার্ষিক প্রিপেড প্ল্যানগুলোয়।

আসুন এয়ারটেলেএর বেশ কিছু আকর্ষণীয় বার্ষিক প্রিপেড প্ল্যান আপনাদের সামনে তুলে ধরা যাক-

এয়ারটেলের ৩,৩৫৯ টাকার প্রিপেড প্ল্যান

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক এয়ারটেলের বার্ষিক ৩,৩৫৯ টাকার প্রিপেড প্লানের ভ্যালিডিটি ঠিক ৩৬৫ দিন। এটি রিচার্জ করলে প্রতিদিন আপনি ২.৫ জিবি হাই স্পিড ডেটা ফ্রিতে পাবেন। এছাড়াও অন্য যে কোন‌ও নেটওয়ার্ককে আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো থাকছেই। পাশাপাশি প্রতিদিন ১০০ টা করে ফ্রি এসএমএস পাবেন। এছাড়াও এক বছরের জন্য Disney + Hotstar-এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। সেই সঙ্গে থাকছে Apollo 24/7 Circle সাবস্ক্রিপশন, HelloTunes এবং Wynk Music-এর ফ্রি সাবেস্ক্রিপশন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এয়ারটেলের ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের বার্ষিক ২,৯৯৯ টাকার প্রিপেড প্লানের ভ্যালিডিটি ঠিক ৩৬৫ দিন। এটি রিচার্জ করলে প্রতিদিন আপনি ২ জিবি হাই স্পিড ডেটা ফ্রিতে পাবেন। এছাড়াও অন্য যে কোন‌ও নেটওয়ার্ককে আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো থাকছেই। পাশাপাশি প্রতিদিন ১০০ টা করে ফ্রি এসএমএস পাবেন। সেই সঙ্গে থাকছে Apollo 24/7 Circle সাবস্ক্রিপশন, HelloTunes এবং Wynk Music-এর ফ্রি সাবেস্ক্রিপশন।

এয়ারটেলের ১,৭৯৯ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের বার্ষিক প্ল্যানগুলোর মধ্যে এটাই সবচেয়ে কম দামি এবং এটিকে বেসিক ট্যারিফ প্ল্যান বলা যায়। দৈনিক ফ্রি ডেটা দেওয়ার বিষয় সেইভাবে নেই। তাই কারোর যদি আনলিমিটেড কলিং ফেসিলিটি পেলেই চলে যায়, যেখানে অতটা ডেটার প্রয়োজন নেই তাঁর পক্ষে এটি একটি আদর্শ এক বছরের রিচার্জ প্ল্যান হতে পারে। এতে আপনাকে মোট ২৪ জিবি হাই স্পিড ডেটা দেওয়া হবে। সেই সঙ্গে ৩৬৫ দিনের জন্য যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস পাবেন। Apollo 24/7 Circle সাবস্ক্রিপশন, HelloTunes এবং Wynk Music-এর ফ্রি সাবেস্ক্রিপশন পাবেন তিন মাসের জন্য।

এয়ারটেলের এই তিনটি এক বছর মেয়াদী রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য জায়গায় 5G কানেকশন অটোমেটিক পেয়ে যাবেন। তার জন্য কোন‌ও অতিরিক্ত টাকা দিতে হবে না।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই

👉 DA বাড়ানোর পরই কর্মীদের বড় নির্দেশ সরকারের, ৩০ এপ্রিলের মধ্যে এই কাজটি করতেই হবে

👉 গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই! প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার

👉 সরকারি এই ব্যাঙ্ককে উচিত শিক্ষা দিল আয়কর দপ্তর! ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই দেখুন

👉 এপ্রিল মাসে ডবল টাকা পাবে সরকারি কর্মীরা! একসাথে কেন এত টাকা ঢুকবে?

Leave a Comment