RBI has changed the rules of PhonePe, G Pay, this rule will benefit the customers
WhatsApp Group Join Now

PhonePe, Paytm, G Pay ইত্যাদির ক্ষেত্রে UPI পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে গ্রাহকদের অনলাইনে আর্থিক লেনদেন আগামী দিনে আরও সুবিধা হতে চলেছে। এর ফলে আরও গুরুত্ব বাড়বে থার্ড পার্টি পেমেন্ট অ্যাপগুলোর।

Google Pay, PhonePe, Paytm ইত্যাদির মত থার্ড পার্টি অ্যাপগুলোর মাধ্যমে সাধারণ মানুষ ইউপিআই ব্যবস্থার সাহায্যে আর্থিক লেনদেন করতে অভ্যস্ত। ক্রমশই এর প্রসার বাড়ছে। কিন্তু এর বাইরে গিয়ে প্রতিটি বাণিজ্যিক ব্যাঙ্কেরই প্রায় একটি করে নিজস্ব অ্যাপ আছে। যাতে ইউপিআই ব্যবস্থা সক্রিয়

এর সাহায্যেও গ্রাহকরা অনলাইনে আর্থিক লেনদেন করতে পারেন। কিন্তু এই পেমেন্ট ওয়ালেটগুলোর কিছু সীমাবদ্ধতাও আছে। এর ফলে গ্রাহকদের কিছু সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দেখেছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরো পড়ুনঃ ১০,০০০ টাকা দেবে রাজ্য সরকার! মাধ্যমিক পাশ করলেই সবাই পাবে টাকা, কী করতে হবে দেখুন?

গ্রাহকদের সমস্যা দূর করে ইউপিআই ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং কাজে লাগাতে এক গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন আনা হতে চলেছে। দেখা গিয়েছে, ব্যাঙ্ক বা অন্যান্য আর্থিক সংস্থার পেমেন্ট ওয়ালেটে যে অর্থ রাখা থাকে সেটি কাজে লাগিয়ে বর্তমান ইউপিআই ব্যবস্থার সাহায্যে থার্ড পার্টি অ্যাপের দ্বারা লেনদেন করা যায় না।

এর ফলে কিছুটা হলেও গ্রাহকরা সমস্যায় পড়ছিলেন। কারণ অনেকেরই নানান কারণে অনলাইন ওয়ালেটগুলোয় ভাল পরিমাণ অর্থ থাকে। কিন্তু সেটি নির্দিষ্ট কিছু সীমাবদ্ধ ক্ষেত্র ছাড়া অন্যত্র ব্যবহার করা না যাওয়ায় এই সমস্যা বাড়ছিল।

এই সমস্যা দূর করতেই RBI ঠিক করেছে এবার থেকে পিপিআই (PPI) অ্যাকাউন্ট হোল্ডাররা এক বিশেষ সুবিধা পাবেন। উল্লেখ্য অনলাইন ওয়ালেটের সঙ্গে এই পিপিআই বিষয়টা জড়িত। রিজার্ভ ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে, থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের সঙ্গে পিপিআই ব্যবস্থা যুক্ত করে অনলাইন ওয়ালেটের রাখা অর্থ ইউপিআই ব্যবস্থার মতই সহজে লেনদেন করা যাবে। এর ফলে পিপিআই অ্যাকাউন্ট হোল্ডাররা বা যাদের অনলাইন ওয়ালেট আছে তাঁরা উপকৃত হবেন।

WhatsApp Group Join Now

আরো পড়ুনঃ কারেন্ট বিল জমা দেওয়ার পর এই কাগজটি অবশ্যই নেবেন

তবে কবে থেকে এই সুবিধা চালু হচ্ছে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। যদিও শোনা যাচ্ছে খুব দ্রুতই ইউপিআই ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ কারিগরি পরিবর্তনটি চালু হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *