ভারতের চিকিৎসা বীমা ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন গত কয়েক দিনের মধ্যে ঘটে গিয়েছে, সেই খবর কি জানেন? ধরুন আপনি একজন প্রবীণ নাগরিক, বয়স ৭০ বছর। আগে কখনও স্বাস্থ্য বীমা করেননি। কিন্তু পরিস্থিতি দেখে ঠিক করলেন জীবনের শেষ দিকে যাতে চিকিৎসার অভাবে কষ্ট পেতে না হয় তাই একটা স্বাস্থ্য বীমা করবেন। এতদিন সেই সুযোগ ছিল না।
কিন্তু দেশের বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDA নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, এবার থেকে ৬৫ বছর বয়সের পরেও কেউ চাইলে নতুন করে প্রথমবারের জন্য স্বাস্থ্য বীমা করাতে পারবেন।
এতদিন পর্যন্ত নিয়ম ছিল, ৬৫ বছরের পর আর কেউ নতুন করে স্বাস্থ্য বীমা করতে পারবেন না। তার আগে থেকে যদি স্বাস্থ্য বীমা থাকতো তবে ৬৫ বছর বয়স হয়ে গেলেও আপনি সেটি বছর বছর রিনিউ করতে পারতেন। কিন্তু এই নতুন নিয়মের জেরে এবার প্রবীণ নাগরিকদের যে অনেকটাই সুবিধা হল তা বলার অপেক্ষা রাখে না।
পাশাপাশি বীমা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অতীতে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মত অসুখ থাকলেও এবার থেকে বীমা কভারেজ দিতে হবে।
আরো পড়ুনঃ ২৫,৭৫৩ চাকরি বাতিলের শুনানি হলো সুপ্রিম কোর্টে, কী বললেন বিচারপতি?
ভারতের বাজারে সাধারণত দেখা যায় অতীতে কেউ যদি গুরুতর রোগে আক্রান্ত হয়ে থাকেন বা কেউ যদি বর্তমানে বড় কোনও অসুখে ভোগেন তবে সংস্থাগুলো তাকে স্বাস্থ্য বীমা বিক্রি করতে চায় না।
কিন্তু নতুন নির্দেশিকায় আইআরডিএ জানিয়েছে অতীতে গুরুতর রোগে আক্রান্ত হয়ে থাকলে বা বর্তমানে কেউ অসুখে ভুগলেও তিনি যদি স্বাস্থ্য বীমা কিনতে চান তবে তার ব্যবস্থা রাখতে হবে প্রতিটি বীমা সংস্থাকে। এই নতুন নিয়মের ফলে দেশের আমজনতা অনেকটাই উপকৃত হবে।
এমন সিদ্ধান্তের কারণ হল সরকার চাইছে স্বাস্থ্য বীমার পরিসর আরও যেন বৃদ্ধি পায়। সমাজের সব শ্রেণির মানুষ এর দ্বারা উপকৃত হোক। কিন্তু সমস্যা হল, এই নতুন সুবিধাগুলি চালুর ফলে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম সংস্থাগুলো আরও অনেকটা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুনঃ মাসে ৭,৫০০ টাকা দেওয়ার কথা ছিল! কিন্তু লক্ষ্মীর ভান্ডারে মিলছে ১০০০ টাকা
উল্লেখ্য করোনা পর্বের পর ভারতের চিকিৎসা বীমার প্রিমিয়াম কয়েকগুণ বেড়ে গিয়েছে। ফলে প্রিমিয়ামের বোঝা টানতে না পেরে অনেকেই স্বাস্থ্য বীমা আর রিনিউ করাচ্ছেন না। এই পরিস্থিতিতে পরিষেবার পরিধিবৃদ্ধির কথা বলে যদি প্রিমিয়াম আরও বাড়ানো হয় তবে আসল উদ্দেশ্যই মার খাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।