PM Surya Ghar: গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই! প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জীবাশ্ম জ্বালানির দাম যত বাড়ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুতের দাম এর ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি খরচ বাড়ছে পরিবারগুলোর, এতে সমস্যায় পড়ছে গরিবরা। সেই দিকে লক্ষ্য রেখেই দেশের ১ কোটি বাড়ির ছাদে ভর্তুকিতে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। এর মাধ্যমে পরিবারগুলি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবে। ওই সোলার প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি অন্যত্র সরবরাহ করতে পারবে, এই শর্তে ভর্তুকি দেবে কেন্দ্র।

সোলার বিদ্যুতের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’। এই প্রকল্প অংশগ্রহণের মাধ্যমে একেকটি পরিবার অন্ততপক্ষে বছরে ১৮,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। কারণ প্রতিমাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এই সুবিধা পেতে গেলে কতগুলো শর্ত মানতে হবে।

ভোট পূর্ববর্তী অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, দেশের ১ কোটি বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হবে। যে পরিবারগুলি তাদের বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসাতে দেবে তারা প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে।

এরপর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের জাতীয় গ্রিডে চলে যাবে। যেখান থেকে অন্যত্র তা সরবরাহ করা হবে। এই প্রকল্পের সুবিধা মূলত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের দেওয়া হবে। বাড়ির ছাদের সৌর বিদ্যুতের প্যানেল বসানোর জন্য ভর্তুকি দেবে সরকার। তবে এর জন্য আপনার বাড়ির ছাদের পরিমাপ অন্ততপক্ষে ১৩০ বর্গফুট হতে হবে।

সরকার কতটা ভর্তুকি দেবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় কোন‌ও আবেদনকারী যদি ২kw ‘রুফটপ সোলার প্যানেল’ বসাতে চান সেক্ষেত্রে তাঁর মোটামুটি ৪৭ হাজার টাকা মত খরচ হবেএর মধ্যে ১৮ হাজার টাকা কেন্দ্রীয় সরকার ভর্তুকি হিসাবে ওই ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। অর্থাৎ আবেদনকারীকে PM Suryoday Yojana প্রকল্পের জন্য বাকি ২৯ হাজার টাকা নিজে থেকে খরচ করতে হবে।

তবে এতে দীর্ঘমেয়াদের লাভের পরিমাণ বেশি। কারণ প্রতিমাসে সাধারণ বাড়িগুলোর ক্ষেত্রে প্রায় পুরো বিদ্যুতের বিলটাই ফ্রি হয়ে যাবে। এই খরচটা মোটামুটি তিন বছরের মধ্যে উঠে আসার কথা।

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় কীভাবে আবেদন করবেন?

বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল বসানোর এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সে সংক্রান্ত যাবতীয় পরিচয় পত্র আপনার থাকা দরকার। এর পরবর্তী ধাপে যেভাবে আবেদন করতে হবে তা নিচে তুলে ধরা হল-

(1) https://pmsuryaghar.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে Apply For Rooftop Solar অপশনটিকে ক্লিক করুন।

(2) এবার আবেদনকারীকে নিজের রাজ্য এবং পছন্দমত বিদ্যুৎ বিতরণ সংস্থার নাম বেছে নিতে হবে।

(3) এবার বর্তমান বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর ও নিজস্ব ই-মেল আইডি দিতে হবে।

(4) আবেদনকারীকে বর্তমানে যে সংস্থার বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করেন তার গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর পুট করতে হবে। তারপরই নতুন একটি পেজে লগইন-এর অপশন আসবে।

(5) এখানে নিজের ডিটেলস দিয়ে ফর্ম পূরণ করে আবেদন করুন।

(6) আবেদনের প্রক্রিয়া মিটে যাওয়ার পর ওই ব্যক্তি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে পারেন। তবে এক্ষেত্রেও কয়েকটি নিয়ম মানতে হবে।

(7) কেন্দ্রীয় প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য বসানোর জন্য ডিশকম (DISCOM)-এর নির্ধারিত বিক্রেতার কাছ থেকেই এই প্যানেলটি নিতে হবে বা কিনতে হবে।

(8) বাড়িতে সোলার প্যানেলটি বসে গেলে আবেদনকারীকে প্যানেলের বিবরণ দিয়ে নেট মিটারের জন্য আবেদন জানাতে হবে।

(9) বাড়িতে সোলার প্যানেল বসার প্রক্রিয়া পুরোপুরি মিটে গেলে ডিসকম (DISCOM)-এর মাধ্যমে সেটি পরীক্ষা করা হবে।

(10) ফিজিক্যাল ভিজিটে কোন‌ও অসঙ্গতি না পেলে‌ আবেদনকারীকে pmsuryaghar পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট প্রদান করা হবে। যা প্রমাণ করবে আপনি প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী আপনার বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। আর বাকিটা কেন্দ্রীয় সরকারের গ্রিডে চলে যাবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৯০ টাকার কয়েন বাজারে চলে এলো, কিন্তু এদিয়ে কিছুই কেনা যাবেনা

👉 Jio, Airtel, VI যে সিম থাকুক না কেন, ১৫ এপ্রিল থেকে বন্ধ হবে এই সুবিধা

👉 সরকারি এই ব্যাঙ্ককে উচিত শিক্ষা দিল আয়কর দপ্তর! ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই দেখুন

👉 এপ্রিল মাসে ডবল টাকা পাবে সরকারি কর্মীরা! একসাথে কেন এত টাকা ঢুকবে?

👉 লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না! যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে

👉 বছরে ২ বার ৫০০০ টাকা করে পাবেন, এই প্রকল্পে আবেদন করলেই

Leave a Comment