নোট বন্দির পর চালু হওয়া ১০০ টাকার নোট নিয়ে আপনি নিশ্চয়ই নাজেহাল। দু’দিন যেতে না যেতেই নোটগুলো ভেজা কাগজের মতো কেমন যেন নুইয়ে যাচ্ছে। এমন নোট নিয়ে বাজারে গিয়ে আপনি কখনও সমস্যায় পড়েছেন? বা এমন নোট পকেট থেকে বার করতে গিয়ে ছিঁড়ে গেছে এমনটা হয়েছে কখনও?
এমন অতীতে হয়ে থাকলেও আর চিন্তা নেই। ১০০ টাকার নোট নিয়ে যাতে দেশের মানুষকে আর সমস্যায় পড়তে না হয় তার ব্যবস্থা করে ফেলল রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI।
আরবিআই সূত্রে সম্প্রতি জানা গিয়েছে, ১০০ টাকার নোটকে আর মজবুত এবং টেকসই করতে তারা বিশেষ ব্যবস্থা নিতে চলেছে। এর ফলে এই নোটগুলো যেমন অনেক বেশি দিন চলবে তেমনই হঠাৎ ছেড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটা কমবে। এই নতুন নোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।
নতুন ১০০ টাকার নোট কেমন হবে?
১০০ টাকার নোটের স্থায়িত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে তাতে দেশবাসীর মত রিজার্ভ ব্যাঙ্কও বিচলিত। কারণ এর ফলে পরক্ষে দেশের অর্থ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। ব্যাঙ্কগুলোকে মাঝেমধ্যেই গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হয়। এই পরিস্থিতিতে ১০০ টাকার নোটকে আরও স্থায়িত্ব দিতে তারা এক অভিনব প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক ঠিক করেছে, এবার থেকে ১০০ টাকার নোটের উপর তারা বার্নিশের কোটিং লাগাবে। এর ফলে বৃষ্টিতে ভিজলেও এই নোটের ক্ষতি হবে না।
বার্নিশের কোটিং লাগিয়ে মূলগত পরিবর্তন আনা হলেও ১০০ টাকার নোট এখনকার মতই দেখতে থাকবে। সাইজ, রং সবই এক থাকছে। গান্ধিজীর ছবি, অশোক স্তম্ভ, সই বর্তমান ১০০ টাকার নোটে যেমন আছে ঠিক তেমনটাই থাকবে। শুধু দেশবাসীর কথা ভেবে তাকে দ্বিগুণ মজবুত এবং টেকসই করা হয়েছে।
তবে এই ১০০ টাকার নতুন নোটে আরও একটি বৈশিষ্ট্য যোগ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। তারা ঠিক করেছে, নতুন ১০০ টাকার নোটে দৃষ্টিহীনদের জন্য আরও কিছু সুবিধা যোগ করা হবে। যাতে তারা হাত দিয়ে বুঝে ফেলতে পারেন এটা ১০০ টাকার নোট। তেমন ব্যবস্থা রাখা হতে চলেছে। এক্ষেত্রে নোটের মাঝখানে ১০০ লেখা সংখ্যাটা হয়তো আরও মোটা করা হতে পারে, যাতে হাত দিলেই দৃষ্টিহীনরা সহজেই বুঝে ফেলতে পারেন এটা কত টাকার নোট।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 আর ১ বারে উচ্চ মাধ্যমিক পাশ হবেনা! পরীক্ষার নতুন নিয়ম শুরু হলো
👉 রাজ্যের শিক্ষকরা আবারো রাস্তায়, এই ২ টি দাবী নিয়ে
👉 রান্নার গ্যাসে ৩৬০০ টাকা ভর্তুকি দেবে মোদি সরকার, এইসব গ্যাস গ্রাহকদের জন্য
👉 মার্চ-এপ্রিলে রেশনে ভর্তুকিতে অনেক কিছু দিচ্ছে রাজ্য, না পেলে চরম লস
👉 আদালতে DA আন্দোলনকারীদের বড় জয়, বিরাট চাপে রাজ্য সরকার
👉 আধার কার্ড নিয়ে নতুন নির্দেশ, না মানলে সব শেষ