Money will gradually disappear from the bank Do you know how much money to keep in a bank
WhatsApp Group Join Now

আপনার নিশ্চয়‌ই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? মানে সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি। ব্যবসায়ী হোক বা চাকুরিজীবী, সেভিংস অ্যাকাউন্টে সবার‌ই সব সময় কিছু না কিছু টাকা রাখা থাকে। যখন ইচ্ছে টাকা তোলার সুবিধে থাকায় গরিব থেকে ধনী সকলের কাছে সেভিংস অ্যাকাউন্ট জনপ্রিয়।

কিন্তু সেই সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্কগুলোর একটি নিয়মের কারণে বহু গ্রাহকের কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নিজেরই জমা রাখা টাকা ক্রমশ কমে যাচ্ছিল এখানে। কোন ব্যাঙ্কে মিনিমাম কত টাকা রাখতেই হবে তা আজকের এই প্রতিবেদনে আমরা জানিয়েছি। 

SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স কত?

দেশের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্ক হল SBI., সারাদেশে এদের ২৪ হাজারের বেশি শাখা আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক সময় জানিয়েছিল তাদের মেট্রো সিটির ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকলে সেখানে সেভিংস অ্যাকাউন্টে অন্তত ৩,০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। সেমি আর্বান এরিয়ায় ২,০০০ টাকা এবং গ্রামীণ এলাকার সেভিংস অ্যাকাউন্টে ১,০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে।

কিন্তু ২০০০ সালের মার্চ মাসে এই মিনিমাম ব্যালেন্সের নিয়ম তুলে দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে সম্প্রতি তারা সেভিংস অ্যাকাউন্টে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখার নিয়ম চালু করেছে। তবে অনেক অ্যাকাউন্ট হোল্ডারই এই বিষয়টি জানেন না। বর্তমানে এসবিআই তার গ্রাহকদের এক দুর্দান্ত সুযোগ দিচ্ছে। যারা সেভিংস অ্যাকাউন্টে মাসে ১ লক্ষ টাকা অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্স রক্ষা করবেন তাঁরা সীমাহীন সংখ্যকবার ডেবিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স কত?

WhatsApp Group Join Now

PNB-এর সেভিংস অ্যাকাউন্টে অ্যাভারেজ মান্থলি ব্যালান্স ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত। এই ব্যাঙ্কের মেট্রো সিটি এলাকার ব্রাঞ্চগুলির সেভিংস অ্যাকাউন্টে ত্রৈমমাসিকে ২০ হাজার টাকা অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হয়। এটাই সেমি আর্বান এলাকার ক্ষেত্রে ১০০০ টাকা এবং গ্রামীণ এলাকার শাখায় ৫০০ টাকা।

আইসিআইসিআই ব্যাঙ্কে (ICICI Bank) অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স কত?

দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্ক আইসিআইসিআই। এই ব্যাঙ্কের মেট্রো সিটি শাখার সেভিংস অ্যাকাউন্টে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স ১০,০০০ টাকা। সেমি আর্বানে ৫০০০ এবং গ্রামীণ এলাকার শাখায় অ্যাকাউন্ট থাকলে ২৫০০ টাকা অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হয়। তবে বেশিরভাগ গ্রাহক দাবি করেন, মুখে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্সের কথা বলা হলেও আসলে এটা মিনিমাম ব্যালেন্স হিসেবেই দেখা হয়।

এইচডিএফসি ব্যাঙ্কে (HDFC Bank) মিনিমাম ব্যালেন্স কত?

আরেক বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসির ক্ষেত্রেও নিয়মটা আইসিআইসিআই-র মতই। এই ব্যাঙ্কের মেট্রো সিটি ব্রাঞ্চে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স ১০,০০০ টাকা, সেমি আর্বানে ৫,০০০ এবং গ্রামীণ এলাকার শাখায় থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,৫০০টাকা অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হয়। এক্ষেত্রেও আইসিআইসিআই ব্যাঙ্কের মতো এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা দাবি করেন, মুখে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্সের কথা বলা হলেও আসলে এটা মিনিমাম ব্যালেন্স হিসেবেই দেখা হয়।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 তিন নম্বরে উঠে আসবে ভারত, এবার চিনের ঘুম যাওয়ার পালা

👉 এবার আরো বেশি লোক লোন নেবে! লোনের টাকা নিয়ে সুখবর দিল RBI

👉 DA এর জন্য না! এই কারনে রাস্তায় ৫০ হাজার মহিলা

👉 এই মার্চ মাসে ছুটির শেষ নেই! কবে কবে ছুটি তালিকা দেখুন

👉 লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা এই মাসে কি ঢুকবে? আসল বিষয়টি জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *