This March is not the end of the holidays Check the holiday list
WhatsApp Group Join Now

এই মার্চ মাসে ভারী আনন্দ ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের। কারণ শুধু ছুটি আর ছুটি। বসন্তকালে টানা ছুটি পেলে কার না ভাল লাগে। আর এমনিতেই পরীক্ষা হয়ে গিয়েছে। ফলে বিশেষ একটা চাপও নেই। তাই আসুন আজকের প্রতিবেদনে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোর ছুটির বিষয়ে একটা আভাস দেওয়া যাক। তাতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে সুবিধা হবে।

মার্চ মাসে টানা তিন দিন-চার দিন করে ছুটি পাবেন স্কুল শিক্ষকরা। সব মিলিয়ে মার্চে মোট ১৪ দিন ছুটি পেতে চলেছেন তাঁরা। তবে কারোর কারোর ক্ষেত্রে সেই সংখ্যাটা কমে ৯ দিন হবে। রাজ্য সরকারের ক্যালেন্ডার দেখার পর স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে সবার মুখে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বেশ কয়েকটা টানা ছুটি পাওয়া যাচ্ছে।

রাজ্য সরকার যে ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, দোলের সময় টানা চার দিন ছুটি পেতে চলেছেন শিক্ষকরা। কারণ দোল উপলক্ষে এবার দু’দিন ছুটি দেওয়া হয়েছে- ২৫ এবং ২৬ মার্চ। এই দুটি দিন আবার সোম এবং মঙ্গলবার পড়েছে। ফলে রাজ্যের সরকারি স্কুলগুলোর শিক্ষকরা এই সময় আদপে টানা চার দিন ছুটি পেতে চলেছেন। কারণ তার আগে শনি ও রবিবার বহু সরকারি স্কুলে ছুটি থাকবে। ফলে মার্চ মাসের শেষের দিকে গিয়ে টানা চারদিনের এই ছুটিতে অনেক শিক্ষক পরিবার নিয়ে ইতিমধ্যেই বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলেছেন।

মার্চ মাসে কোন ১৪ দিন রাজ্য সরকারের ছুটি থাকবে তার তালিকাটা একবার দেখে নেওয়া যাক-

২ মার্চ (শনিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি বা অর্ধদিবস

৩ মার্চ (রবিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি

WhatsApp Group Join Now

৮ মার্চ (শুক্রবার) – শিবরাত্রি

৯ মার্চ (শনিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি বা অর্ধদিবস (তবে শিবরাত্রি পরের দিন হ‌ওয়ায় এই দিন বেশিরভাগ স্কুলই সম্পূর্ণ বন্ধ থাকবে)

১০ মার্চ (রবিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি

১৬ মার্চ (শনিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি বা অর্ধদিবস

১৭ মার্চ (রবিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি

২৩ মার্চ (শনিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি বা অর্ধদিবস

২৪ মার্চ (রবিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি

২৫ মার্চ (সোমবার) – দোলের ছুটি

২৬ মার্চ (মঙ্গলবার) – দোল উপলক্ষে পরের দিনের ছুটি

২৯ মার্চ (শুক্রবার) – গুড ফ্রাইডে

৩০ মার্চ (শনিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি বা অর্ধদিবস

৩১ মার্চ (রবিবার) – স্কুলে সাপ্তাহিক ছুটি

এই ১৪ দিনের মধ্যে ২, ৯, ১৬, ২৩ ও ৩০ মার্চ অর্থাৎ শনিবারের সাপ্তাহিক ছুটিগুলি রাজ্য সরকারের সব স্কুলের শিক্ষক পাবেন না। যে শিক্ষকরা রবিবারের পাশাপাশি শনিবারেও সাপ্তাহিক ছুটি পান তাঁরা ৮ মার্চ শিবরাত্রিকে কেন্দ্র করে টানা তিন দিনের ছুটি পাবেন। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে ২৩ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা চারদিন ছুটির সুযোগ‌ও আছে। ২৯ মার্চ গুড ফ্রাইডে। ফলে মার্চ মাসের শেষের তিন দিনও টানা ছুটি পাওয়ার সুযোগ থাকছে।

তবে এই দিনগুলোয় বাইরে গিয়ে মার্চ মাসের মাঝামাঝি থেকে এমনিতেই বহু স্কুলে ছুটি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ লোকসভা ভোট ঘোষণা করে দেওয়ার পর ভিন রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। তারা মূলত বিভিন্ন স্কুলে ক্যাম্প করে থাকবে। সে ক্ষেত্রে স্কুলের ছুটি দিয়ে দিতে বাধ্য হবে কর্তৃপক্ষ। বহু জায়গায় এই ছুটি মে মাস পর্যন্ত চলতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। এতে ছুটির যেমন আনন্দ থাকবে তেমন‌ই পঠন-পাঠন ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা এই মাসে কি ঢুকবে? আসল বিষয়টি জেনে নিন

👉 আর লাগবেনা ৯০০ টাকা! এবার মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার

👉 এটিই এই কোম্পানির শেষ ফোন! আর কোনো ফোন লঞ্চ হবেনা

👉 চাকরি থাক বা না থাক, এই ৫ টি কাজ করলে টাকার অভাব হবেনা

👉 ১০,৬৯২ কোটি টাকা পেল আমাদের রাজ্য! কিসের জন্য এলো এত টাকা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *