এবার আরো বেশি লোক লোন নেবে! লোনের টাকা নিয়ে সুখবর দিল RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, বা লোন নিয়ে গাড়ি কিনতে চান? তাহলে এই প্রতিবেদনটা আপনার জন্য। ভাল করে পড়ে গোটা বিষয়টা বুঝে নিন, না হলে কিন্তু পরে ঠকতে হতে পারে।

কিন্তু ব্যাঙ্ক লোন নিয়ে কিনব ভাবলেই তো আর হয় না। লোনের ইএমআই-এর পরিমাণ নিয়ে চিন্তা করতেই হবে। তাই এই নিয়ে বিস্তারিত আলোচনার আগে একটা বিষয় মাথায় ঢুকিয়ে নিন। এই মুহূর্তে ব্যাঙ্ক লোনের যা পরিস্থিতি এমন আকর্ষণীয় অবস্থা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। খুব দ্রুত পরিস্থিতি আমজনতার অনুকূলে চলে এসেছে। তাই যাবতীয় দ্বিধা সংশয় ঝেড়ে ফেলে প্রয়োজনীয় লোন নিয়ে নিন এখন‌ই, না হলে পরে অনেক বেশিই খরচ পড়ে যেতে পারে।

গত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে ব্যাঙ্ক লোনের সুদের হার বাড়াটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। হোম লোন, কার লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন সহ ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া যে কোনও ঋণের সুদ খালি বেড়েই চলেছিল। ফলে প্রতি মাসে EMI-এর পরিমাণ‌ও লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। ফলে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিল সাধারণ মানুষ। কারণ প্রতিমাসে একটু একটু করে ইএমআই বেড়ে গেলেও আয় সেই অনুপাতে বাড়েনি। কিন্তু এবার পরিস্থিতিটা বদলে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক গত কয়েকটি ত্রৈমাসিক ধরে বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য রেপো রেট ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকায় লোনের সুদের হার এইভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তবে শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসায় গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে আর রেপো রেট বাড়ায়নি RBI.

সদ্য সমাপ্ত ত্রৈমামাসিকের ঋণ নীতি পর্যালোচনার পরও রেপো রেট ৬.৫-এই স্থির রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিচালন পর্ষদ। ফলে ব্যাঙ্ক ঋণের সুদের হার এই মুহূর্তে বাড়ার কোনও সম্ভাবনা নেই। মার্চ মাসের ঋণ নীতি পর্যালোচনাতেও এই হার স্থির রাখা হয়েছে।

সরকারি-বেসরকারি মিলিয়ে বেশিরভাগ ব্যাঙ্কেই দেখা যাচ্ছে টানা রেপো রেট এক জায়গায় থাকায় তারা ধীরে ধীরে হোম লোন, কার লোন, পার্সোনাল লোনে সুদের হার ধাপে ধাপে কমাতে শুরু করেছে। ফলে নতুন যারা ঋণ নেবেন তাঁদের যেমন মাসিক ইএমআই সহন ক্ষমতার মধ্যে থাকছে, তেমনই যারা আগে ঋণ নিয়েছেন তাঁদেরও মাসিক ইএমআই-এর পরিমাণটা আগের থেকে কিছুটা হলেও কমেছে।

যদি বাজারে খুচরো মুদ্রাস্ফীতির হার ৬.৮%। রিজার্ভ ব্যাঙ্ক আশা করছে অক্টোবর মাস নাগাদ মুদ্রাস্ফীতির হার ক্ষমতার মধ্যে চলে আসবে। আপাতত রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট না বাড়ানোয় সস্তায় ঋণ পাবেন সবাই

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 DA এর জন্য না! এই কারনে রাস্তায় ৫০ হাজার মহিলা

👉 এই মার্চ মাসে ছুটির শেষ নেই! কবে কবে ছুটি তালিকা দেখুন

👉 লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা এই মাসে কি ঢুকবে? আসল বিষয়টি জেনে নিন

👉 আর লাগবেনা ৯০০ টাকা! এবার মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার

👉 এটিই এই কোম্পানির শেষ ফোন! আর কোনো ফোন লঞ্চ হবেনা

Leave a Comment