মহিলাদের জন্য চালু করা পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় জনকল্যাণমূলক প্রকল্প হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)। আর এবার সেই প্রকল্পের সম্মান আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার। শোনা যাচ্ছে যে, জুলাই মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকার জায়গায় ১৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা ১৫০০ টাকার জায়গায় ১৮০০ টাকা করে ভাতা পাবে। তবে আসল সত্যিটা কী? চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি।
লক্ষীর ভান্ডার প্রকল্প
মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর ২০২১ সালে রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পায়।
সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাত শ্রেণীর মহিলারা বর্তমানে ১৫০০ টাকা করে ভাতা পায়। আর এই অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে মহিলাদের অনেকটাই আর্থিক সুরহা হয়।
জুলাই থেকে বাড়ছে ভাতা?
এতদিন ১০০০ টাকা এবং ১৫০০ টাকা করে দেওয়া হলেও ভোটের আগে এই ভাতা বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সভায় বলেছিলেন, এই ভাতা কোনোরকম দান নয়, বরং মহিলাদের সম্মানের প্রতীক। আর এটা সারা জীবন ধরেই চলবে।
আর এই বক্তব্য থেকে অনেকে ধরে নিচ্ছে যে, এই ভাতার পরিমাণ এবার বাড়ানো হবে। ফলে সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং অন্যান্য মহিলারা প্রতিমাসে ১৮০০ টাকা করে ভাতা পাবে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও সূত্র বলছে যে, জুলাই মাস থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে।
আরও পড়ুন: মাত্র ১৯৯৯ টাকায় বাড়ি আনুন পোর্টেবল এসি! কোথা থেকে কিনবেন দেখুন
ভোটের আগে ভাতা বাড়াতে চাইছে রাজ্য
পশ্চিমবঙ্গ সরকারের লোকসভা ভোটের আগে রাজনীতির হাওয়া বেশ গরম। একদিকে যখন কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে, অন্যদিকে রাজ্যের মানুষরা সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে। আর এই অবস্থায় মহিলাদের আর্থিক সাহায্য যদি বাড়ানো হয়, তাহলে তা ভোট ব্যাংকে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, রাজ্য সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয়।