জিও চুপচাপ ২ টি রিচার্জ প্ল্যান বন্ধ করল! Jio-র সিম থাকলেই জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও হঠাৎই চমকে দিয়েছে। নীরবে 149 টাকা এবং 179 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলি সরিয়ে দিয়েছে এদিন।

রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির পরে, Jio এই দু’টি প্ল্যান অফার করছিল ঠিকই, যদিও তাদের বৈধতা কমিয়ে দিয়েছিল। কিন্তু, এখন Jio এই প্ল্যানগুলি পুরোপুরি সরিয়ে দিয়েছে। এর মানে হল আউটগোয়িং এর জন্য Jio সিম সক্রিয় রাখা আগের থেকে আরও অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

Jio-এর 149 টাকা এবং 179 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যেত?

(১) Jio-এর এই 149 টাকার মোবাইল প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ছিল 20 দিনের। এই সময়ের মধ্যে, 1GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হয়েছিল। এখন এই প্ল্যানের বৈধতা 6 দিন কমিয়ে আনা হয়েছিল। তারপর একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে।

(২) Jio-এর 179 টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা প্রথমে 24 দিন ছিল। এই সময়ের মধ্যে, প্রতিদিন 1GB ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং 100 টি এসএমএস দেওয়া হয়েছিল। এখন এই প্ল্যানের বৈধতা 6 দিন কমানো হয়েছিল। তারপর একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে।

Jio-এর নতুন ন্যূনতম বৈধতার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিওর নতুন ন্যূনতম বৈধতার রিচার্জ প্ল্যানের দাম এখন 189 টাকা। যেখানে Airtel-এর 199 টাকার প্ল্যান মাত্র 10 টাকা কম। Jio-এর 189 টাকার প্ল্যানে গ্রাহকরা 2GB মোবাইল ডেটা, আনলিমিটেড কলিং, 300 SMS এবং Jio অ্যাপ সাবস্ক্রিপশন পান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই প্ল্যানটির বৈধতা 28 দিনের। যাঁরা জানেন না তাঁদের জন্য, এই প্ল্যান কেনার জন্য আগে 155 টাকা খরচ হত।

আরো পড়ুন: আর ৩ মাস না! এবার প্রতি মাসে আসবে কারেন্ট বিল, কিন্তু কবে থেকে?

প্রসঙ্গত, রিলায়েন্স জিও তার 17টি প্রিপেইড প্ল্যানকে ব্যয়বহুল করেছে। Jio-এর 209 টাকার প্রিপেড প্ল্যানের দাম এখন 249 টাকা এবং এর বৈধতা 28 দিন থাকবে।

239 টাকার প্ল্যানটি এখন 299 টাকা এবং এর বৈধতা 28 দিন থাকবে। যেখানে 299 টাকার প্ল্যান এখন দাম 349 টাকা হয়ে গিয়েছে। 349 টাকা, 399 টাকা এবং 479 টাকার প্ল্যানের দাম এখন যথাক্রমে 399 টাকা, 449 টাকা এবং 579 টাকা হয়ে গিয়েছে।

Leave a Comment