Life Insurance Rule 2024: আর লস হবেনা! বদলে গেল জীবন বিমার নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই পৃথিবীতে অনেক মানুষ তাদের ভবিষ্যতকে সুরক্ষিত করবার জন্য একটি নির্ভরযোগ্য জীবন বীমা (Life Insurance) খুঁজে বেড়ান ও সেরকম নির্ভরযোগ্য জীবন বীমা পেলে সেটি তিনি করেন‌ও। সেই জীবন বীমা তাদের অবসর জীবনে অথবা প্রয়োজনের সময় কাজে লাগে। IRDAI জীবন  বিমার ক্ষেত্রে লাইফ ইন্সুরেন্স রুলস কিছু পরিবর্তন এনেছে, যাতে বীমা করা ব্যক্তিরা যথেষ্ট লাভবান হবেন।

Life Insurance Rule 2024 এর ক্ষেত্রে নতুন নিয়মে কী কী পরিবর্তন আনা হলো? কী ই বা আছে নতুন নিয়মে জানেন? পলিসি ধারকরা এইবার এক বছরের পর জীবন বিমার সারেন্ডার ভ্যালু বাবদ আগের তুলনায় অনেক বেশি পরিমাণে অর্থ পাবেন। জীবন বীমা নেওয়ার এক বছর পরে সারেন্ডার ভ্যালুর ন্যূনতম  পরিমাণ  আনুষঙ্গিক পরিস্থিতি, পরিশোধিত ভবিষ্যত বেনিফিট ও অর্জিত বেনিফিটগুলির সমান হবে।

 এখন কোন‌ও পলিসি ধারক যদি পলিসি ‘সারেন্ডার’ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে  বীমার মেয়াদ পূর্তির আগেই সেটিকে বাতিল করা হয় ও জমা করা টাকা প্রত্যাহার করা হয়। তবে এইবার নয়া নিয়মে অনেক পরিবর্তন এসেছে, এখন পলিসি ধারকরা যে পলিসি করুক না কেন, মেয়াদ চলাকালীন তারা তাদের পলিসি যে কোনো সময় সারেন্ডার করতে পারবে।

কিন্তু এই ক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য, তা হলো পলিসি ধারককে দুই বছরের প্রিমিয়াম পরিশোধ করতে হবে।

যদি কেউ সময়ের আগে পলিসি সারেন্ডার করেন, তাহলে অনেক বেশি টাকা কেটে নেওয়া হবে। IRDAI একটি নতুন নিয়ম এনেছে, যে নিয়মে পলিসি ধারকরা আগের তুলনায় অনেক বেশি টাকা পেয়ে যাবেন, বুধবার এই বিষয়ে একটি নতুন নিয়ম চালু হয়ে গেছে।

আরো পড়ুনঃ আয়ুষ্মান ভারতে এবার ডবল টাকা? সুবিধা পেতে আগেই নাম লিখিয়ে রাখুন

IRDAI এর জারি করা সার্কুলারে বলা হয়েছে যে, যদি পলিসি ধারকরা এক বছরের পুরো প্রিমিয়াম জমা দিয়ে দেন, তাহলে তাকে এক বছর পরে গণনা করা স্পেশাল সারেন্ডার ভ্যালু অনুসারে টাকা ফেরত দেওয়া হবে। এই ক্ষেত্রে কিন্তু একজন পলিসি হোল্ডার অনেক বেশি লাভবান হবেন অর্থাৎ তাদের কোনো লস হবেনা।

উল্লেখ্য , বিমা সংস্থাগুলিকে নয়া নিয়মটি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কার্যকর করতেও বলা হচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী, ফ্রি-লুক পিরিয়ড ও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে এই দিনের সংখ্যা ছিল ১৫ ,এখন হয়েছে ৩০ দিন। পলিসিধারকরা এই নিয়মে বিশেষ সুবিধা পেতে চলেছেন, পলিসি সারেন্ডার করলেও তারা অনেক টাকা পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment