ভোটের আগে মোদির মুখে চওড়া হাসি। তাঁর দেখা স্বপ্ন সত্যি হবে বলে পূর্বাভাস দিল আন্তর্জাতিক আর্থিক মূল্যায়ন সংস্থা জেফ্রিস। গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ২০১৭ সালে জাপান ও জার্মানিকে টপকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। আর্থিক মূল্যায়নকারী সংস্থা জেফ্রিস সম্প্রতি মোদির এই স্বপ্ন সত্যি হতে চলেছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে।
বর্তমানে বিশ্বের বহু উন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে। জাপানের মত গুরুত্বপূর্ণ দেশে সরাসরি মন্দা পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু ভারতবর্ষ এই পরিস্থিতিতেও বার্ষিক ৬ শতাংশের কাছাকাছি বৃদ্ধির হার বজায় রেখেছে। যা অন্ততপক্ষে আগামী আরও আড়াই দশক বজায় থাকবে বলে অর্থনীতিবিদদের অনুমান।
এই সূত্র ধরেই জেফ্রিস তাদের মূল্যায়ন রিপোর্টে জানিয়েছে, ২০২৭ সালে ভারতীয় অর্থনীতি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে। এরফলে জার্মানি ও জাপানকে টপকে আমেরিকা ও চিনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত।
উল্লেখ্য এক দশক আগে ভারতীয় অর্থনীতি ছিল নবম স্থানে। বর্তমানে তা ৩.৪ ট্রিলিয়ান মার্কিন ডলার জিডিপি নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। ভারতের সামনে আছে শুধু আমেরিকা, চিন, জার্মানি ও জাপান। দীর্ঘদিন ধরে জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিল। কিন্তু সম্প্রতি মহামন্দার কোপে পড়েছে উদিত সূর্যের দেশ। তাদের জিডিপি বৃদ্ধির হার পরপর দুটো ত্রৈমাসিকে ঋণাত্মক হয়ে পড়েছে।
সেইসঙ্গে মার্কিন ডলারের সাপেক্ষে জাপানের নিজস্ব মুদ্রা ইয়েনের দাম ক্রমাগত পড়ছে। এই জোড়া প্রভাবে জাপানের অর্থনীতি ০.৪ শতাংশ হ্রাস পেয়ে ৪.২ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। অপরদিকে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতিও খুব ভাল জায়গায় না থাকলেও তাদের মোট মূল্যমান এই মুহূর্তে ৪.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। ফলে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে দাঁড়িয়েছে জার্মানি।
তবে আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাপানের পাশাপাশি জার্মানির অর্থনৈতিক পরিস্থিতিও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। আগামী কয়েক বছর এই দুটি দেশের অর্থনৈতিক বৃদ্ধি বিশেষ একটা হবে না। সেখানে ভারত যদি নিজের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬ শতাংশের কাছাকাছিও ধরে রাখে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা স্বপ্ন অনুযায়ী ২০২৭ সালেই জাপান, জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজের জায়গা পাকা করে নেবে ভারত।
উল্লেখ্য গত বছর লালকেল্লা থেকে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও জানিয়েছিলেন, ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষপূর্তিতে দেশের অর্থনৈতিক মোট মূল্যমান ৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে দেখতে চান। যদিও আর্থিক বিশেষজ্ঞদের মতে এর জন্য প্রতিবছর ভারতীয় অর্থনীতিকে ৯-১০% হারে বাড়তে হবে। যেটা বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জন্য আদৌ কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ আছে। তবে ভারত তার বর্তমান বৃদ্ধির হার ধরে রাখতে পারলে ২০৩০ সালের মধ্যেই ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে জেফ্রিস তাদের রিপোর্টে জানিয়েছে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ১০,৬৯২ কোটি টাকা পেল আমাদের রাজ্য! কিসের জন্য এলো এত টাকা?
👉 মার্চ মাস পড়তেই এত টাকা বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
👉 ১ মার্চ থেকে বদলে গেল এই ৫ টি নিয়ম! ঝামেলা থেকে বাচতে একে একে দেখুন
👉 মাত্র ২০০০ টাকা দিলেই নিজের মতো বাড়ি! নতুন প্রকল্প আনল প্রশাসন
👉 লটারির থেকে কম নয়! আবাস যোজনা নিয়ে বাংলার মানুষদের জন্য খুশির খবর