১ মার্চ থেকে বদলে গেল এই ৫ টি নিয়ম! ঝামেলা থেকে বাচতে একে একে দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০২৪ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শেষ। এসে গেল তৃতীয় মাস মার্চ। তবে মার্চ মাসের গুরুত্ব বাজার এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক। কারণ ভারতবর্ষে যে আর্থিক বর্ষ মেনে চলা হয় তাতে মার্চ হল ‘ইয়ার এন্ডিং মান্থ’। ফলে এই মাসে অনেক হিসেব-নিকেশ করা, জরুরি কাগজপত্র জমা দেওয়ার মত ব্যাপার চলে। এদিকে প্রতিমাসের শুরুতেই একগুচ্ছ নতুন নিয়ম কানুন বলবৎ হয় প্রশাসনিকভাবে। তাই আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসের শুরুতে কী কী নিয়ম বদলে যেতে চলেছে।

প্রতি মাসেরই ১ তারিখ অনেক জরুরি জিনিসপত্রের দাম, নিয়মকানুন বদলে যায়। ১ মার্চ’ও তাই হবে। তাই আসুন, সমস্যায় পড়ার আগে নিয়ম বদলের তারিখগুলো ভাল করে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যাক।

জ্বালানির দাম

পেট্রল, ডিজেল ও সিএনজি গ্যাসের দাম প্রতিমাসের ১ ও ১৬ তারিখ সকালে পর্যালোচনা করে ঠিক করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই রীতি মেনেই ১ মার্চ সকালে জ্বালানির নতুন দাম ঠিক হবে। তবে সামনে লোকসভা নির্বাচন থাকায় জ্বালানির দাম তেমন একটা নাও বাড়তে পারে। এটা কিছুটা হলেও স্বস্তির খবর। উল্টে শোনা যাচ্ছে ডিজেলের দাম কিছু টাকা হলেও কমতে পারে।

LPG গ্যাস সিলিন্ডারের দাম

রান্নার গ্যাসের দাম কত হবে তা প্রতিমাসের প্রথম দিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বৈঠক করে ঠিক করে। অগস্ট মাসে ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। গত কয়েক মাস বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি। তবে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কখনও বাড়ছে, আবার কখনও একটু কমছে। তবে সামনে যেহেতু লোকসভা নির্বাচন আছে তাই এক্ষুণি বাড়ির রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা বেশ কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্যাঙ্কে বড় ছুটি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতি মাসেই কদিন ব্যাঙ্ক ছুটি থাকবে তার তালিকা বের করে RBI. ইতিমধ্যেই মার্চ মাসে ব্যাঙ্ক কদিন ছুটি থাকবে তার তালিকা বেরিয়ে গিয়েছে। আর তাতে দেখা যাচ্ছে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানের কারণে মার্চ মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে আর্থিক বর্ষের শেষ মাসে এত বেশি ছুটি থাকায় চিন্তায় পড়েছেন গ্রাহকরা।

ফাস্টট্যাগ (FASTag) বাতিল হলে গুণতে হবে মোটা জরিমানা

গাড়িতে লাগানো ফাস্ট ট্যাগের KYC করার শেষ দিন ছিল ২৯ ফেব্রুয়ারি। আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে ফাস্ট ট্যাগের কেওয়াইসি করবে না ১ মার্চ থেকে তাদের দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। কারণ নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি না করলে ফাস্ট ট্যাগের বাতিল হয়ে যাবে।

কঠোর সোশ্যাল মিডিয়া বিধি

১ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (পূর্বতন ট্যুইটার) কিছু পোস্ট করা বা শেয়ার করার আগে দশবার ভেবে নিন। কারণ সোশ্যাল মিডিয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এক নতুন নিয়ম নিয়ে এসেছে, যা ১ মার্চ থেকে বলবৎ হচ্ছে। এই নিয়মের ফলে সোশ্যাল মিডিয়ায় কেউ কোন‌ও মিথ্যে বা বেঠিক তথ্য পোস্ট করলে বা শেয়ার করলে মোটা টাকা জরিমানা দিতে হবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 এই গ্রামে থাকলে নগদ ১৫ লাখ টাকা পাবেন! সেইসাথে ফ্রি গাড়ি, বাড়ি ও চাকরি

👉 মাত্র ২০০০ টাকা দিলেই নিজের মতো বাড়ি! নতুন প্রকল্প আনল প্রশাসন

👉 মার্চ মাসে এই ১৪ দিন ব্যাঙ্কে গিয়েও লাভ নেই! ব্যাঙ্কের দরজায় থাকবে বড় বড় তালা

👉 লটারির থেকে কম নয়! আবাস যোজনা নিয়ে বাংলার মানুষদের জন্য খুশির খবর

👉 একবারেই ২৫,০০০ টাকা দিচ্ছে সরকার! ১৮ এর বেশি বয়স হলেই আবেদন করা যাবে

Leave a Comment