এমন অনেকেই আছেন, যারা অনলাইনে শপিং করে থাকেন। এমন অনেক মানুষ আছেন, যারা বাড়ির বাইরে দোকানে শপিং না করে অনলাইনে বিভিন্ন সাইটগুলিতে শপিং করেন।
এইবার অনলাইনে যারা শপিং করেন, তাদের জন্য একটি সুখবর আসছে। বিশেষত যারা Flipkart এ শপিং করেন, তাদের জন্যই সুখবর হতে চলেছে এটি। আসলে Flipkart-এ এইবার আসবে G.O.A.T সেল। এবার আপনিও হয়তো ভাবছেন G.O.A.T এর অর্থ কী?
Flipkart G.O.A.T Sale 2024
এই G.O.A.T এর মানে হলো সর্বকালের সেরা (Greatest Of All Time)। এই সেলে গ্রাহক রা অনেক বেশি লাভবান হবেন, ভাবছেন তো কীভাবে? জানতে হলে পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
সম্প্রতি ফ্লিপকার্ট তথ্য দিয়ে জানিয়েছে যে, এই সেলে একজন গ্রাহক তাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্রাদি অনেক কম দামে পেয়ে যাবেন। যদি আপনি ফ্লিপকার্ট থেকে টিভি ও অ্যাপ্লায়েন্স কেনেন তাহলে আপনি ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
এছাড়া আপনি Samsung এর মত বড় ব্র্যান্ডের টিভিও পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়ে এবং সহজলভ্য দামে। মিক্সার, ওয়াশিং মেশিন, RO, প্রিন্টারের মতো জিনিসও কম দামে পেয়ে যাবেন।
Flipkart এই সেলের বিষয়ে আরো জানিয়েছে যে, এই সেলে Axis Bank, HDFC ব্যাঙ্ক ও IDFC ফার্স্ট ইত্যাদি ব্যাঙ্কের গ্রাহকরা যদি জিনিসপত্র কেনেন এবং ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে দিয়ে পেমেন্ট করেন তাহলে তারা তাৎক্ষণিক ১০% ছাড় পাবেন। তবে কবে নাগাদ ফ্লিপকার্টে এই সেল আসবে তা এখনো প্রকাশ করে বলা হয় নি।
আরো পড়ুনঃ জুলাই মাসে এই ২ দিন, সস্তায় জিনিসপত্র দেবে অ্যামাজন (Amazon)
কেনাকাটা ছাড়াও ফ্লিপকার্টে Flipkart বর্তমানে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে, যেখানে আপনি ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে শপিং ছাড়াও ইলেকট্রিক বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ফাস্ট্যাগ রিচার্জ ও ডিটিএইচ রিচার্জ করতে সক্ষম হবেন।