১০০ টাকার কমে ৩ টি রিচার্জ প্ল্যান আনল এয়ারটেল, পাবেন এই বিশেষ সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতী এয়ারটেল (Airtel)  তার গ্রাহকদের জন্য নতুন তিনটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, এই রিচার্জ প্ল্যানগুলি হলো যথাক্রমে ১১ টাকা, ৪৯ টাকা ও  ৯৯ টাকা। এই প্ল্যান গুলিতে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন তা নিম্নে লিখে দেওয়া হলো।

এয়ারটেলের ১১ টাকার রিচার্জ প্ল্যান-

এয়ারটেলের ১১ টাকার একটি রিচার্জ প্ল্যান আছে যেটি অত্যন্ত লাভের। এয়ারটেলের এই ১১ টাকার রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ১ ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

অনেক সময় এমন হয় যে নিত্যদিনকার প্রয়োজনীয় ডাটা প্যাক শেষ হয়ে গেলো ও তখন হঠাৎ করেই অতিরিক্ত ডাটার প্রয়োজন হলো এই প্ল্যানটি তখন একদম পারফেক্ট।

এয়ারটেলের ৪৯ টাকার রিচার্জ প্ল্যান-

এয়ারটেলের ৪৯ টাকা রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা একদিনে যত বেশি সম্ভব ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একদিনের জন্য।  এই প্ল্যানটিতে ২০ জিবি FUP সীমা আছে। তাই আপনি মনে করলেই একদিন সীমাহীন ভাবে ডাটা ব্যবহার করতে পারবেন।

এয়ারটেলের ৯৯ টাকার রিচার্জ প্ল্যান-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাত্র দুইদিনের জন্য এয়ারটেলের ৯৯ টাকা রিচার্জ প্ল্যানটি উপলব্ধ। এই প্ল্যানটিতে ও ২০ জিবি FUP সীমা আছে। এই রিচার্জ প্ল্যান গুলি  শুধুমাত্র ডেটা-ভাউচার হিসেবে কাজ করে, এছাড়া এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং বা এসএমএসের সুবিধা পাওয়া যায় না।

আরো পড়ুনঃ বিজেপির রাজ্যে কমল পেট্রোলের দাম, আমাদের রাজ্যে দাম কত?

যে কোনো সক্রিয় প্ল্যানের সাথে এই ডেটা-ভাউচারগুলি রিচার্জ করতেই পারেন আপনি আর এই ভাউচার গুলি রিচার্জ করলে আপনি আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন।

Leave a Comment