ATM কার্ড না থাকলেও চলবে, এখন আধার কার্ড দিয়েই হবে এই কাজ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অথচ ডেবিট কার্ড (ATM Card) নেই এমন মানুষের সংখ্যা ভারতে খুব একটা কম নয়। এদিকে বর্তমানে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠা UPI ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত থাকে মানুষগুলো। কারণ একটা সাধারণ ধারণা হল, UPI অ্যাকাউন্ট খুলতে হলে ডেবিট কার্ড বা ATM কার্ড থাকতে হবে

কিন্তু আর চিন্তা করতে হবে না, এখন আপনার এটিএম কার্ড না থাকলেও UPI আ্যকাউন্ট খুলতে পারবেন। এর জন্য শুধু দরকার নিজস্ব বৈধ আধার কার্ড

বৈধ আধার কার্ড থাকলেই এখন আপনি UPI অ্যাকাউন্ট খুলে সহজেই লেনদেন করতে পারবেন। বর্তমানে BHIM UPI App-এ এটিএম কার্ডের পাশাপাশি আধার কার্ড দিয়েও অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাই আসুন দেখে নেওয়া যাক কিভাবে আধার কার্ড দিয়েই আপনি ইউপিআই একাউন্ট খুলে লেনদেন করতে পারবেন।

আধার কার্ড দিয়ে কিভাবে ইউপিআই একাউন্ট খুলতে হয়?

(১) প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে BHIM UPI APP-প্রথমে ডাউনলোড করুন।

(২) এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে অ্যাপে লগ ইন করুন।

(৩) লগ‌ইন হয়ে গেলে ভালোভাবে অ্যাপের ভিতর ঢুকে Add Bank Account সেকশনে যান। সেখানে নিজের ব্যাঙ্কটি সিলেক্ট করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(৪) এবার UPI সেট করবার জন্য একটি ডেবিট কার্ড বা একটি আধার কার্ড লাগবে। কারণ দু’রকমভাবেই UPI অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে সরকার। ডেবিট বা এটিএম কার্ড না থাকলে আপনি যথারীতি আধার কার্ড অপশনটি বেছে নিন

(৫) এবার আপনাকে আধার নম্বরের প্রথম ছ’টি সংখ্যা দিতে হবে। সেটি ম্যাচ করে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে। সেই ওটিপি যথাযথ জায়গায় বসালেই আপনার আধার কার্ড ব্যবহার করে ইউপিআই অ্যাকাউন্ট খোলার কাজ মোটামুটি হয়ে যাবে। এরপর ইউপিআই অ্যাপের মধ্যে ঢুকে অ্যাকাউন্ট সাজানো-গোছানোর কাজ নিজের ইচ্ছে মত করুন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 মোদি সকলকে এই চিঠি পাঠাচ্ছে! কী লেখা আছে তাতে?

👉 ৫০০০ কোটি টাকায় হবেনা, ১০ হাজার কোটি চাইল এই রাজ্য

👉 এবার RBI এর শাস্তির মুখে বন্ধন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কাউকে ছাড় দেওয়া হবেনা

👉 সরকারি কর্মীদের জন্য লটারি! DA এর পর আরো ২ সুবিধা বাড়ানো হলো 

👉 অনেক হলো DA! এবার এই সরকারি কর্মীরা পাবে ৬০০০ টাকা, বিজ্ঞপ্তি জারি হলো

👉 ১০০ টাকার নতুন নোট আসছে বাজারে, ডিজাইন বানিয়ে ফেলেছে RBI

Leave a Comment