Chief Minister Mamata spoke about DA during election campaign
WhatsApp Group Join Now

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA ইস্যু কিছুতেই যেন থামার নয়। এই নিয়ে দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথ থেকে শুরু করে দিল্লি, সর্বত্র আন্দোলন করে চলেছেন রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। পাশাপাশি এই নিয়ে চূড়ান্ত পর্যায়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।

স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে ডিএ বিতর্ক-কে যে অন্যতম ইস্যু করতে চলেছে বিরোধীরা তা আগেই বোঝা গিয়েছিল। তবে বিষয়টি নিয়ে বিরোধীরা শোরগোল ফেলার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল রাজ্যের ডিএ বিতর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেছেন আজকের প্রতিবেদনে সেটাই আলোচনা করা হবে।

অষ্টাদশ লোকসভার নির্বাচনের প্রক্রিয়া চলার মাঝেই বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার ব্যবধান কিছুটা কমতে চলেছে।

আরো পড়ুনঃ বছরে ১০ টা ফ্রি গ্যাস দেবে সরকার, ভোটের আগেই বিরাট ঘোষনা মুখ্যমন্ত্রীর

দেশের বেশিরভাগ রাজ্য যখন কেন্দ্রীয় হারে বা তার কাছাকাছি হারে মহার্ঘ ভাতা প্রদান করছে তখন এই মুহূর্তে কেন্দ্রীয় হারের থেকে ৪০ শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে মাত্র ১০% হারে ডিএ পাচ্ছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার মার্চ মাসে ঘোষণা করে তারা তাদের কর্মীদের আরও ৪ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা দেবে। জানুয়ারি ২০২৪ থেকে এই মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়ার শুরু হয়েছে। ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাচ্ছেন। তবে খুব শীঘ্রই এই ব্যবধান কমতে চলেছে। মে মাস থেকে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। তখন এই ব্যবধান কমে ৩৬ শতাংশে এসে দাঁড়াবে।

WhatsApp Group Join Now

আরো পড়ুনঃ মোবাইলের ১০,০০০ টাকা তো দিচ্ছেই! এবার ১৮,০০০ দেবে সরকার

তবে এটা নতুন কোন‌ও প্রাপ্তি নয়। গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মে মাস থেকে এই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন।

ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ৪ শতাংশ করে ডিএ বাড়ানোর কথা জানানো হয়েছে। এতে রাজ্য সরকারের প্রায় ১৪ লক্ষ কর্মী উপকৃত হবেন। তবে এই বর্ধিত ডিএ-র টাকা অবশেষে আগামী মে মাস থেকে পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। উল্লেখ্য মে মাসে এই ৪ শতাংশ অতিরিক্ত ডিএ বা মহার্ঘ ভাতা দিলে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মোট ডিএ’র অঙ্কটা বেড়ে দাঁড়াবে ১৪ শতাংশে।

এমন পরিস্থিতিতে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রীতি ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা উল্লেখ করে রাজ্য সরকারি কর্মীদের বার্তা দেন। পাশাপাশি তিনি যে আরও অনেক প্রকল্পের সুবিধা বাংলার মানুষকে দিচ্ছেন সেটাও তুলে ধরেন।

আরো পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডারে মাসে ৩০০০ টাকা! নামও পাল্টে যাবে, বললেন এই নেতা

এই প্রসঙ্গে জানান, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার থেকে বাংলার স্বাস্থ্য সাথী কার্ড অনেক বেশি কার্যকরি। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বৃদ্ধি নিয়ে বলেছিলেন, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার ফলে রাজ্য সরকারের ঘাড়ে বার্ষিক ২৪০০ কোটি টাকার অতিরিক্ত বোঝা চেপেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *