আদালতে DA আন্দোলনকারীদের বড় জয়, বিরাট চাপে রাজ্য সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র হারে ফারাক ৪০ শতাংশ।

তবে আগামী মে মাস থেকে রাজ্য সরকার আর‌ও ৪ শতাংশ ডিএ দেওয়া শুরু করলে এটা কমে ৩৬ শতাংশ হবে। যদিও রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে অনড়। এই মুহূর্তে ডিএ মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে বিচারাধীন। তেমনই একটি সময়ে ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের একটি রায়ে হঠাৎই বিশাল চাপে পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বুধবার কলকাতা হাইকোর্ট ডিএ মামলায় যে রায় দিয়েছে তাতে কার্যত রাজ্য সরকারের ঘাড়ের উপর নিশ্বাস ফেলবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের একটি সংগঠন কো-অর্ডিনেশন কমিটি নবান্নের সামনে ডিএ-র দাবিতে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। বুধবার সেই মামলার শুনানির পর হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শর্তসাপেক্ষে কো-অর্ডিনেশন কমিটিকে বৃহস্পতিবার নবান্নর সামনে মিছিল করার অনুমতি দিয়েছেন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা তাঁর নির্দেশে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১ টার সময় হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। সেই মিছিলে সর্বোচ্চ ১৫০০ জন লোক থাকতে পারবে।

পাশাপাশি বিচারপতি তাঁর রায়ে জানিয়েছেন, মিছিলের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে পুলিশ। প্রসঙ্গত তৃণমূল ক্ষমতায় আসার পর নবান্নের সামনে এত বড় আকারে কোন‌ও কর্মসূচি কাউকেই পালন করতে দেওয়া হয়নি। সেখানে ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ হাইকোর্ট থেকে মিছিলের ছাড়পত্র পাওয়ায় চাঞ্চল্য তৈরি হয় সরকারের অন্দরমহলে।

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে বুধবার’ই ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। সেখানে মিছিলের অনুমতি প্রত্যাহারের দাবি জানানো হয়। সরকারের যুক্তি, নবান্নের সামনের এলাকা অত্যন্ত স্পর্শকাতর। সেখানে মিছিল করলে সমস্যা হতে পারে। যদিও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বুধবার এই মামলার নিষ্পত্তি হয়নি। কো-অর্ডিনেশন কমিটির আইনজীবী সেই সময় উপস্থিত না থাকায় বৃহস্পতিবার সকালে আবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য আবার‌ও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র হার বেড়ে হয়েছে ৫০ শতাংশ। মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের কাঠামো অনুযায়ী বেতন পান। অপরদিকে রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়া হয় ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী‌ বর্তমানে তাঁরা মাত্র ১০ শতাংশ ডিএ পান। মে মাস থেকে সেটা বেড়ে ১৪ শতাংশ হবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 রান্নার গ্যাসে ৩৬০০ টাকা ভর্তুকি দেবে মোদি সরকার, এইসব গ্যাস গ্রাহকদের জন্য

👉 আধার কার্ড নিয়ে নতুন নির্দেশ, না মানলে সব শেষ

👉 ৪ টে পর্যন্ত স্কুলে থাকতে হবেনা, এবার স্কুল ছুটি হবে এতটাই

👉 স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই সাবধান! সবাইকে এই কথা জানালো SBI কর্তৃপক্ষ

👉 গ্যাসের দাম ১০০ টাকা কমার পর আরো ৮০ টাকা ছাড়! এইভাবে নিন ফায়দা

Leave a Comment