Toto New Rule: ধাক্কা দিয়ে পালালেই বিপদ! টোটো নিয়ে বিরাট নিয়ম চালু হলো

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাস্তায় বের হলে টোটো দেখা যাবে না, এমন দিন কাটানোই দুষ্কর। তবে রাস্তায় এখন অসংখ্য টোটো চলাচল করছে, যাদের কোন বৈধ কাগজপত্র নেই। এমনকি নেই কোন নম্বর প্লেট। দুর্ঘটনার পর চালক চম্পট দিলেও তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। আর এই সমস্যার স্থায়ী সমাধান করতে নেমেছে মুর্শিদাবাদের প্রাচীন কান্দি পৌরসভা।

টোটো চলবে এবার নম্বর প্লেট নিয়ে

২০২৫ সালের মধ্যে শহরের রাস্তায় যে সমস্ত টোটো চলবে, সেগুলির গায়ে বাণিজ্যিক হলুদ নম্বর প্লেট বসাতে হবে। হ্যাঁ, এমনটাই নির্দেশ দিয়েছে প্রশাসন। বর্তমানে ৬০০টির বেশি টোটোতে এই নম্বর প্লেট লাগানোর কাজ চলছে কান্দি পৌরসভার অধীনে। 

জানা যাচ্ছে, শুধু শহরের টোটো নয়, বরং পাশের গ্রাম পঞ্চায়েত থেকে আসা টোটোগুলোতেও নম্বর প্লেট লাগাতে হবে। নাহলে সেই সমস্ত টোটোগুলির শহরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

কেন এত কড়াকড়ি?

আসলে কান্দি শহরের রাস্তাঘাট এমনিতেই সরু এবং ভিড়ে জমজমাট। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টোটোর দৌরাত্ম্য। এর ফলে নিত্য যানজট, নিরাপত্তাহীনতা লেগেই রয়েছে। অবৈধ টোটোর সংখ্যা বাড়তে থাকার ফলে সাধারণ মানুষ দিনের পর দিন বিপদে পড়ছিলেন। আর সেই সমস্যা সমাধান করতেই প্রশাসন এই বড়সড় পদক্ষেপ নিয়েছে। 

কান্দি পৌরসভার ঘোষণা

এই বিষয়ে কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই শহর পুরনো, রাস্তাও অনেক সরু। যেভাবে টোটোর সংখ্যা বাড়ছে, তা নিয়ন্ত্রণে না আনতে পারলে বিপদ বাড়বে। তাই বাণিজ্যিক নম্বর প্লেট এবার বাধ্যতামূলক করা হয়েছে।

তাদের মতে এই নতুন নিয়ম চালু হলে অবৈধ টোটোর দৌরাত্ম্য অনেকটাই কমবে। পাশাপাশি ট্রাফিক আইন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এমনকি অপরাধ করে পালানো চালকদেরকেও শনাক্ত করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন: ১৫ই মে লাস্ট ডেট! এই কাজগুলি না করলে বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

প্রথম পাইলট প্রকল্প বাস্তবায়নের পথে

প্রথমে পরীক্ষামূলকভাবে কান্দি পৌরসভা এলাকায় ৬০০টি টোটোতে এই নম্বর প্লেট লাগানোর কাজ শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। আর ভবিষ্যতে ধাপে ধাপে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে মনে করা হচ্ছে। 

পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, যদি কোনও টোটোর নম্বর প্লেট না থাকে, তাহলে সেই টোটো শহরে ঢুকতেই পারবে না। আর এই নিয়ম কঠোরভাবেই প্রয়োগ করা হবে। এমনকি নিয়ম ভাঙ্গলে জরিমানার মুখেও পড়তে হবে।

Leave a Comment