ভারতের পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়া, কি কি ডকুমেন্ট লাগে? দেখুন | Indian Passport Application in Bengali

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Application for Indian Passport: ভারতের বাইরে অন্য কোন দেশে যেতে হলেই পাসপোর্টের দরকার পড়ে। তাই আজকের এই প্রতিবেদনে আমরা পাসপোর্ট এর জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কত টাকা লাগবে ইত্যাদি বিষয়গুলি বিস্তারিত জানবো। 

নতুন করে কেউ যদি পাসপোর্ট এর জন্য আবেদন করে তাহলে তাকে দুটি ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়। প্রথমে নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট এর সময় অল্প কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে। 

অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর ৭ থেকে ১৫ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন হয়। এই পুলিশ ভেরিফিকেশনে বিভিন্ন ধরনের ডকুমেন্টস এর জেরক্স এবং আসল চাওয়া হয়ে থাকে। অ্যাপয়েন্টমেন্ট এর সময় এবং পুলিশ ভেরিফিকেশন এর সময় কি কি ডকুমেন্টস চাওয়া হয়ে থাকে তা আজকে আমরা জানতে চলেছি। 

ভারতের পাসপোর্ট বানানোর জন্য ডকুমেন্টস কি কি লাগে তা জানার আগে প্রথমে আমরা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিষয়টি নিয়ে আলোচনা করছি। 

ভারতের পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়া (Indian Passport Application Process in Bengali)

নতুন পাসপোর্ট এর জন্য ভারত সরকারের পাসপোর্ট সেবার অফিশিয়াল ওয়েবসাইট www.passportindia.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। 

পাসপোর্টের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া

উপরে লেখা ওই ওয়েবসাইটটি ওপেন করলে “New User Registration” লেখা দেখা যাবে। এখানে ক্লিক করে আবেদনকারীকে তার রাজ্যের মেন পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা)। এরপর নাম, জন্ম তারিখ, ইমেইল আইডি, লগইন আইডি, পাসওয়ার্ড, hint question পূরণ করে এবং ক্যাপচা ফিলাপ করে রেজিস্টার ক্লিক করতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন 

রেজিস্ট্রেশন করা হয়ে গেলে মেইল আইডিতে একটি অ্যাক্টিভেশন মেল যাবে। সেই মেলে একটি লিংক দেওয়া হবে ওই লিংকে ক্লিক করে আইডি একটিভ করে নিতে হবে। 

আইডি একটিভ হয়ে গেলে আবেদনকারীকে লগ ইন  করতে হবে। লগইন করার পর একটি অনলাইন ফর্ম খুলবে যেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

অনলাইন ফর্মটি ফিলাপ করা হয়ে গেলে ৩৬ টি পেজের পাসপোর্টের জন্য ১৫০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। টাকা জমা হয়ে গেলে নিকটবর্তী যে পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান সেটি নির্বাচন করে নেবেন।  

পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট এর জন্য দরকারি ডকুমেন্ট

পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট এর সময় যে সমস্ত ডকুমেন্টস গুলি চাওয়া হয় সেগুলি হল- 

(1) মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস সার্টিফিকেট

(2) অষ্টম শ্রেণী পাস হলে অষ্টম শ্রেনি পাশ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট

(3) যদি কেউ পড়াশোনা না করে তাহলে তার ক্ষেত্রে কোন সার্টিফিকেটের প্রয়োজন নেই। 

(4) আধার কার্ড 

(5) ভোটার কার্ড 

(6) প্যান কার্ড 

এই সমস্ত ডকুমেন্টসগুলির জেরক্স কপি এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে।

পাসপোর্ট এর জন্য অ্যাপয়েন্টমেন্ট এর দিন যা যা হয়

পাসপোর্ট এর জন্য অ্যাপয়েন্টমেন্ট এর দিন এই সমস্ত ডকুমেন্ট গুলি দেখা হয় এবং সেই সাথে আবেদনকারীর একটি ছবি তোলা হয় যেটি পরে পাসপোর্টে প্রিন্ট করা হয়। তাছাড়া পাঁচটি আঙুলের ছাপ নেওয়া হয় এবং একটি ফর্মে সই করানো হয়। 

পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশনের জন্য দরকারি ডকুমেন্ট 

পাসপোর্ট সেবা কেন্দ্রে Appointment প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার ৭ থেকে ১৫ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া হয়ে থাকে। এক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট গুলি চাওয়া হয় সেগুলি হচ্ছে- 

(1) মাধ্যমিক পাস মার্কশীট 

(2) মাধ্যমিক পাস সার্টিফিকেট 

(3) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

(4) জন্ম সার্টিফিকেট (যাদের জন্ম 26 জানুয়ারি 1989 সালের আগে হয়েছে তাদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের প্রয়োজন নেই)।

(5) বাবার আধার কার্ড 

(6) বাবার ভোটার কার্ড 

(7) ভোটার লিস্ট 

(8) প্যান কার্ড 

(9) নিজের বা বাবার নামের জায়গার দলিল 

(10) বাসিন্দা সার্টিফিকেট (পঞ্চায়েত অফিস অথবা পৌরসভা অফিস থেকে নিতে হবে)। 

(11) যারা একদমই পড়াশুনা করেনি তাদের ক্ষেত্রে Magistrate Affidavit জমা দিতে হবে। 

পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার ৭ থেকে ১৫ দিনের মধ্যে বাইপোস্টের মাধ্যমে বাড়িতে পাসপোর্ট পৌঁছে দেওয়া হয়। এক কথায় পাসপোর্ট এর জন্য আবেদন করার পর সমগ্র প্রক্রিয়া ঠিকঠাকভাবে হলে মোটামুটি ১৫ থেকে ৩০ দিনের মধ্যে পাসপোর্ট বাড়িতে চলে আসে। 

ভারতের পাসপোর্ট করতে কত টাকা লাগে? 

  • ৩৬ টি পেজের পাসপোর্টের জন্য ১৫০০ টাকা।
  • ৬০ টি পেজের পাসপোর্টের জন্য ২০০০ টাকা।
  • ৩৬ টি পেজের পাসপোর্ট হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে তার জন্য পুনরায় অ্যাপ্লিকেশন করলে ৩০০০ টাকা জমা দিতে হয়।
  • ৬০ টি পেজের পাসপোর্ট হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে তার জন্য পুনরায় অ্যাপ্লিকেশন করলে ৩৫০০ টাকা জমা দিতে হয়। 
  • ১৮ বছরের কম বয়সী বাচ্চাদের পাসপোর্ট করতে গেলে ১০০০ টাকা খরচ হয়। 

এই খরচের পরিমানটি ভবিষ্যতে পরিবর্তন হতে পারে তাই এই লিংকে ক্লিক করে অফিসিয়াল খরচের তালিকাটি দেখে ১০০% নিশ্চিত হতে পারবেন।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 More Updates: Click Here

Leave a Comment