UPI পেমেন্ট সিস্টেমের হাত ধরে এখন আর্থিক লেনদেনের একটা বড় অংশই ডিজিটালি সারছে ভারতীয়রা। ভারতের একটা বড় জনসংখ্যা PhonePe এর মাধ্যমে বিভিন্ন দোকানে বা বিভিন্ন লোকজনকে অনলাইনের মাধ্যমেই টাকা পাঠাচ্ছে।
ফলে কেনাকাটা বা কোনও কিছুর বিল মেটানোর ক্ষেত্রে নগদের ব্যবহার আগের থেকে বেশ কিছুটা কমে গিয়েছে। তবে ভারতীয় অর্থনীতিতে নগদের প্রয়োজনীয়তা কমেছে তেমনটা নয়। বরং বেশ কিছু ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হয়।
জরুরি ভিত্তিতে নগদ অর্থের দরকার পড়লে ATM বা ডেবিট কার্ডের সাহায্যে টাকা তোলাটাই সবচেয়ে সহজ এবং প্রচলিত প্রথা। কিন্তু জানেন কি আপনি চাইলেই ইচ্ছেমত টাকা এটিএম থেকে তুলতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ থাকলেও এটিএম থেকে টাকা তোলার দৈনিক সীমা নির্ধারিত থাকে। তার থেকে বেশি অর্থ কিছুতেই তোলা সম্ভব নয়।
এটিএম বা ডেবিট কার্ডের সাহায্যে অ্যাকাউন্ট থেকে দৈনিক টাকা তোলার সীমা ব্যাঙ্ক ভেদে ভিন্ন হয়ে থাকে। এক একটি ব্যাঙ্ক তার গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে এটিএম কার্ডের সাহায্যে টাকা তোলার দৈনিক সীমা নির্ধারিত করে। এই দৈনিক সীমা প্রচলনের কারণ হল গ্রাহকদের অ্যাকাউন্টের আর্থিক নিরাপত্তা প্রদান এবং নগদের যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখা।
আরো পড়ুনঃ PhonePe, G Pay এর নিয়মে বদল আনল RBI, এই নিয়মে গ্রাহকদেরই সুবিধা হবে
সরকারি ও বেসরকারি সকল ব্যাঙ্কের এটিএম বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলার দৈনিক সীমা আলাদা আলাদা হয়ে থাকে। আজকের প্রতিবেদনে এমনই কয়েকটি জনপ্রিয় এটিএম কার্ডের মাধ্যমে দৈনিক টাকা তোলার সর্বোচ্চ সীমা কত সেটি আপনাদের সামনে তুলে ধরব আমরা।
SBI RuPay কার্ড থেকে টাকা তোলার লিমিট
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের RuPay কার্ডের মাধ্যমে এটিএম থেকে দৈনিক সর্বোচ্চ ৪০ হাজার টাকা তুলতে দেয়। এই কার্ড ব্যবহার করে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে দৈনিক সীমা ৭৫ হাজার টাকা।
HDFC RuPay প্রিমিয়াম কার্ড থেকে টাকা তোলার লিমিট
বেসরকারি HDFC ব্যাঙ্কের সাধারণ এটিএম কার্ডের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৭৫ হাজার টাকা তোলা যায়। তবে এই কার্ড ব্যবহার করে দৈনিক কেনাকাটা করার সর্বোচ্চ সীমা ২.৭৫ লক্ষ টাকা।
আরো পড়ুনঃ তালিকায় রয়েছে LIC ও ১ টি ব্যাংক! বড় ভুল করায় শাস্তি দিল RBI
PNB RuPay কার্ড থেকে টাকা তোলার লিমিট
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের RuPay NCMC প্ল্যাটিনাম ডেবিট কার্ডের সাহায্যে এটিএম থেকে টাকা তোলার দৈনিক সীমা ১ লক্ষ টাকা। আর এই এটিএম কার্ডের মাধ্যমে দৈনিক ৩ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন কেনাকাটা করা যায়।