তালিকায় রয়েছে LIC ও ১ টি ব্যাংক! বড় ভুল করায় শাস্তি দিল RBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর্থিক মন্দার জেরে কিছু বছর আগে বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস আমেরিকায় একের পর এক ব্যাঙ্ক বন্ধ হয়ে যেতে দেখেছে গোটা বিশ্ব। অন্যান্য আর্থিকভাবে সমৃদ্ধশালী দেশেও এমন ঘটনার বেশকিছু নজির আছে। কিন্তু আর্থিক চ্যালেঞ্জের মুখেও ভারতবর্ষে তেমন পরিস্থিতি ঘটেনি।

গত এক দশকের মধ্যে ইয়েস ব্যাঙ্ক ও আইডিবিআই ব্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল ঠিকই, কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের তৎপরতা ও কেন্দ্রীয় সরকারের সাহায্যে আবার ঘুরে দাঁড়িয়েছে এই দুই ব্যাঙ্ক। ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থার এই মজবুত ভিত্তির অন্যতম কারণ হল রিজার্ভ ব্যাঙ্কের কড়া নজরদারি। এর জন্য নিয়ম ভঙ্গকারী ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতেও পিছপা হয় না RBI.

সঠিক নিয়ম না মেনে চললে রিজার্ভ ব্যাঙ্ক ঠিক কতটা কঠিন পদক্ষেপ করে তা মাসখানেক আগেই একবার টের পেয়েছে ভারতবাসী। বারবার সতর্ক করা সত্ত্বেও বিতর্কিত বিষয়গুলি ঠিক না করায় Paytm Payment Bank-এর লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে।

এর আগেও বেশ কিছু বড় মাপের ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে RBI. এবার তাদের বড়সড় শাস্তির কোপে পড়ল দেশের দুই নামকরা আর্থিক প্রতিষ্ঠান- IDFC First BankLIC HFL. এই দুটি সংস্থাকে মোটা টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

IDFC First Bank দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্ক। ছোট অঙ্কের পার্সোনাল লোন থেকে শুরু করে যাবতীয় ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের কাছে এই ব্যাঙ্কটি যথেষ্ট জনপ্রিয়। কিন্তু তারাই ঋণ প্রদানের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট নির্দেশিকা লংঘন করায় মোটা টাকা জরিমানা করেছে আরবিআই।

অপরদিকে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-এর মালিকানাধীন গৃহঋণ প্রদানকারী সংস্থা হল LIC Housing Finance Limited. এরাও ঋণ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করায় মোটা টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

এদিকে রিজার্ভ ব্যাঙ্ক এই দুই আর্থিক সংস্থাকে মোটা টাকার জরিমানা করায় এদের গ্রাহকরা চিন্তায় পড়ে গিয়েছেন। সংস্থা দুটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে এই বিষয়ে গ্রাহকদের দুশ্চিন্তার কিছু নেই। কারণ এই জরিমানার অর্থ গ্রাহকদের আমানত থেকে দেওয়া হয় না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এটা ব্যাঙ্কের পৃথক নিজস্ব তহবিল থেকে রিজার্ভ ব্যাঙ্ককে মেটানো হবে। তাছাড়া এই দুই আর্থিক সংস্থার ভিত্তি যথেষ্ট মজবুত। তাই রিজার্ভ ব্যাঙ্কের এই শাস্তি পেয়ে তারা শুধরে গিয়ে আগামী দিনে আরও সঠিক পথে এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 পরিবারের কেউ চাকরি না করলে পরীক্ষায় ১০ নম্বর দেওয়া হবে, বিরাট ঘোষনা মুখ্যমন্ত্রীর

👉 সোনা নিয়ে আর লোক ঠকানো চলবে না, এবার চড়েচড়ে বসল RBI

👉 মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? মার্কশীট পাবে এতদিন পর

👉 ৬ মাসের জন্য টাকা তোলা বন্ধ! এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই বিপদ

👉 Jio এবং Airtel এর আচ্ছে দিন, তবে ভালো নেই Vi

Leave a Comment