AI Hanuman: জিওর পর আর ১ বড় চমক আম্বানির, এটি এনে আবার সবাইকে চমকে দিলেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি হিসেবে ঠিক যেমন ভূমিকা হওয়া উচিত তেমনটাই ক্রমাগত করে চলেছেন মুকেশ আম্বানি। সম্প্রতি সমাজ মাধ্যমে তাঁর ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান নিয়ে বেশি চর্চা হয়েছে।

Jio এনে তিনি যেমন ভারতীয় টেলিকম ব্যবসায় খলনোলচে সম্পূর্ণ বদলে দিয়েছেন, ঠিক তেমনটাই এবার করতে চলেছেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে। Disney-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বৃহৎ মিডিয়া নেটওয়ার্ক গড়ে ফেলেছেন। এই নতুন উদ্যোগ ইতিমধ্যেই পিছনে ফেলেছে Zee Network ও Sony-কে। কিন্তু জানেন কি এর পাশাপাশি আরও এক সাড়া ফেলে দেওয়া ঘটনা অলক্ষে ঘটিয়ে ফেলেছেন মুকেশ আম্বানি?

কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে এখন গোটা বিশ্ব সরগরম। প্রযুক্তিবিদদের কেউ যেমন AI নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত, আবার অনেকেই এর কু-ফল নিয়ে শঙ্কিত। এআই প্রচুর মানুষের কাজ খেয়ে নেবে এমনটা মনে করছেন অনেকে। তার পিছনে অবশ্য অজস্র যুক্তি আছে। আবার এআই-এর হাত ধরে মানব সেবার অনেক কঠিন বিষয় ক্রমশই হাতের নাগালে চলে আসতে শুরু করেছে, প্রান্তিক এলাকার মানুষজন উন্নত পরিষেবা পাওয়া শুরু করেছেন। সেই এআই দুনিয়ায় ঝড় তুলে মুকেশ আম্বানি এবার নিয়ে এসেছেন হনুমান (Hanuman)।

ChatGPT যেমন AI প্ল্যাটফর্ম হিসেবে সারা বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমাদৃত ও আলোচিত, ঠিক সেই পথ অনুসরণ করে ভারতীয় বাজারের জন্য নিয়ে আসা হয়েছে হনুমান। হেলথ কেয়ার, গভর্ন্যান্স, ফিনান্স ও এডুকেশন এই চারটি ক্ষেত্রে ১১ টি ভারতীয় ভাষায় গড়ে তোলা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হনুমান। এপ্রিল মাস থেকেই এর পরিষেবা পরিপূর্ণভাবে শুরু হয়ে যাবে।

হনুমান তৈরি করায় রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির অবদান সবচেয়ে বড় হলেও এটা অবশ্য শুধুমাত্র রিলায়েন্সের প্রডাক্ট নয়। দেশের আরও বেশ কিছু প্রথম সারির ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে জোট বেঁধে এআই ভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হনুমান তৈরি করা হয়েছে।

রিলায়েন্স এই সংস্থাগুলোকে নিয়ে Bharat GPT সংস্থা তৈরি করেছিল। তাদের অধীনেই গড়ে তোলা হয়েছে হনুমান। উল্লেখ্য, এই হনুমানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রিলায়েন্সের আগে তৈরি করা এআই প্ল্যাটফর্ম Jio Brain.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফলে আগামী দিনে এআই ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করার সময় হয়ত আপনাকে আর চ্যাট জিপিটি নয়, হনুমানের শরণাপন্ন হতে হবে।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 সারা দেশে চালু হয়ে গেল CAA, এবার কী হবে?

👉 তাহলে মধ্যবিত্তদের কী হবে?

👉 এবার DA বাড়ালো মোদি সরকার, কত ছিল কত হলো?

👉 চাষের ক্ষতি হলে টাকা দেবে সরকার! এইভাবে আগেভাগে আবেদন করুন

👉 এতদিন উত্তর ভারতে ছুটি থাকত, এবার পশ্চিমবঙ্গেও এইদিন ছুটি থাকবে

Leave a Comment