চাষের ক্ষতি হলে টাকা দেবে সরকার! এইভাবে আগেভাগে আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অসময়ের বৃষ্টিতে চাষের ক্ষতি হয়েছে বা খরায় ফসল ফলেনি? এমন ঘটনার সম্মুখীন ভারতে কৃষকদের প্রায় প্রতিবছরই হতে হয়। অনেক আশা নিয়ে চাষ করলেও বহু কৃষক উপর্যুপরি বছরে প্রাকৃতিক কারণে ক্ষতির সম্মুখীন হন। এদিকে ক্ষতির আশঙ্কায় কৃষকরা চাষবাস ছেড়ে দিলেও চলবে না। তাঁরা বিকল্প জীবিকা বেছে নিলে বাকি সবাই ফসলের অভাবে না খেতে পেয়ে মারা যাবে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক কারণে কৃষি কাজের ক্ষতি হলেও কৃষকরা যাতে সমস্যায় না পড়েন তার জন্য বিশেষ একটি প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র

এবার থেকে প্রাকৃতিক বিপর্যয়ে চাষের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। জীবন বিমার মতই মোদি সরকার চালু করেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। কৃষকরা এই বিমা করলেই ফসলের ক্ষতিতে পাবেন ক্ষতিপূরণ। ২০১৬ সালে এই প্রকল্প নিয়ে এসেছে মোদি সরকার। গত সাত বছরে ক্রমশই এই বিমায় কৃষকদের অংশগ্রহণ বেড়েছে।

কৃষক চাষ করতে গিয়ে ক্ষতির মুখে পড়লেও যাতে তার সংসারটা চলে যায়, যাতে সে কৃষিকাজ থেকে বিরত না হয় তাই এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নিয়ে আসা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে কৃষি কাজে ক্ষতির ঘটনা ক্রমশাই বাড়ছে। ফলে দ্রুত কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই বিমা প্রকল্প। শুধু গত আর্থিক বছরেই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপভোক্তার সংখ্যা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে এই বিমায় কৃষি কাজে হ‌ওয়া ক্ষতিপূরণ পেতে হলে আগে থেকে প্রিমিয়াম দিয়ে বিমা’টি করে রাখতে হবে দেশের কৃষকদের। কেন্দ্রীয় সরকার সূত্রে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কৃষকদের থেকে ১০০ টাকা বিমার প্রিমিয়াম নেওয়া পিছু ৫০০ টাকা ক্ষতিপূরণ, এই অনুপাতে কৃষিকাজের ক্ষতির জন্য কৃষকদের অর্থ দেওয়া হয়েছে। ৫৬.৮ কোটি কৃষক গত অর্থবর্ষে এই বিমার আওতায় উপকৃত হয়েছেন বলে জানা গিয়েছে।

কীভাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা করতে হবে?

(1) নিকটবর্তী সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা করা সম্ভব।

(2) তবে এই সুবিধা অনেক বেশি পোস্ট অফিসে উপলব্ধ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(3) এই বিমা করার জন্য সংশ্লিষ্ট কৃষকের কাছে প্যান কার্ড আধার কার্ডের পাশাপাশি নিজের জমির প্রমাণপত্র এবং তিনি যে ফসল রোপন করেছেন তার নথি জমা দিতে হবে।

উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মতই পশ্চিমবঙ্গ সরকার বাংলার কৃষকদের জন্য চালু রেখেছে বাংলা শস্য বিমা। যদিও রাজ্য সরকারের ওই বিমা প্রকল্পে কৃষকদের প্রিমিয়াম দিতে হয় না, সেই অর্থ সরকার নিজেই দিয়ে দেয়।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলেও সাবধান! নতুন নিয়ম RBI এর

👉 এতদিন উত্তর ভারতে ছুটি থাকত, এবার পশ্চিমবঙ্গেও এইদিন ছুটি থাকবে

👉 লক্ষ্মীর ভাণ্ডারের মতোই! এই প্রকল্পেও মাসে ১০০০ টাকা দেবে সরকার

👉 বিনিয়োগের ‘৫৫৫ রুল’ মানলে হাতে আসবে টাকা আর টাকা

👉 ৬ বছর পর বেতন বাড়ল ৭৫০ টাকা, আবার আন্দোলনের হুশিয়ারি এইসমস্ত কর্মীদের

Leave a Comment