DA এর পর এবার TA নিয়েও সুখবর দিল সরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। আর অর্থ দফতরের অনুমোদন লাগবে না। যে কোনও সরকারি দফতর নিজেরাই দেখে শুনে, কর্মীদের জন্য ভ্রমণ ভাতা (Travell Allowance-TA) বরাদ্দ করতে পারবে।

এমনটাই জানিয়েছে, রাজ্যের অর্থ দফতর নিজেই। এছাড়াও, বিগত কিছু সময় ধরে সরকারি কর্মীদের, লিভ ট্র্যাভেল কনসেশনের বিষয়ে নানান প্রশ্ন উঠছিল। ভাড়ায় কম টাকা দেওয়ার দাবি জানাচ্ছিলেন সরকারি কর্মীরা। এবার সে বিভ্রান্তি মিটিয়েও মেমো প্রকাশ করেছে অর্থদফতর।

ভ্রমণ ভাতা (TA) সম্পর্কে যা যা মনে রাখতে হবে সরকারি কর্মীদের?

এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীদের সপরিবারে ভ্রমণের জন্য প্লেন বা ট্রেনের টাকা দিত অর্থ দফতর। গাড়িতে ভ্রমণের ক্ষেত্রেও কর্মীদের কোনও টাকা দেওয়া হত না। এবার এই সমস্ত দিকেই বাজিমাত সুবিধা জারি করা হয়েছে।

গাড়ি ভাড়া ভাতা নিতে হলে, রাজ্যের সকল দফতরকেই মেমোর নিয়ম মেনে চলতে হবে।

এবার থেকে সরকারি কর্মচারীরা গাড়িতেও যাতায়াত করতে পারবেন। টাকা দেবে সরকার।

রিইম্বার্সমেন্ট পেতে চাইলে, সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় এবং বৈধ নথিও জমা দিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঠিক কত টাকা করে ভ্রমণ ভাতা বা TA দেওয়া হবে?

সরকারি কর্মীদের লিভ ট্রাভেল অ্যালাওয়েন্স দেওয়ার ব্যাপারে, অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সরকারি কর্মীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছোনোর জন্য, যে রুটটি সবথেকে ছোট, কম সময়ে যাওয়া যাবে, সেই অনুযায়ীই পথের দূরত্ব হিসাব করবে কর্তৃপক্ষ।

জানানো হয়েছে যে স্বল্প দূরত্বের গন্তব্যে পৌঁছোতে পারলে, বিমান বা ট্রেনের প্রয়োজন নেই, গাড়ি ভাড়া করতে হয়, সেক্ষেত্রে প্রতি কিমি পথ যেতে 16 টাকা দেওয়া হবে।

আরো পড়ুন: ২০ টাকা কমতে পারে পেট্রোলের দাম, তাহলে নতুন দাম কত হবে? নতুন কোন নিয়ম আসছে?

জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবেন সরকারি কর্মীরা?

তাহলে, সব মিলিয়ে দেখা যাচ্ছে, জুলাই মাসে মহার্ঘ ভাতার টাকার পাশাপাশি আরও টাকা দেবে রাজ্য সরকার। অপেক্ষার আর কয়েকটা দিন। সুবিধাই সুবিধা।

Leave a Comment