২০ টাকা কমতে পারে পেট্রোলের দাম, তাহলে নতুন দাম কত হবে? নতুন কোন নিয়ম আসছে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনেকদিন ধরেই বিভিন্ন মহলে পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। যদি পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনা হয়, তাহলে প্রায় ২০ টাকা করে জ্বালানির দাম কমে যেতে পারে। অর্থাৎ গোটা দেশে প্রায় একই দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হবে।

জিএসটি কাউন্সিলের ৫৩ তম বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে, কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতার মধ্যে অন্তর্ভুক্ত করার বিষয় তৈরি হয়েই আছে, তবে রাজ্যগুলিকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সব রাজ্য যদি এই সিদ্ধান্তে সহমত পোষণ করে, তাহলে পেট্রোলিয়াম পণ্যের ওপর সর্বাধিক ২৮ শতাংশ কর চাপতে পারে, এর ফলে পেট্রোলের দামে ১৯.৭১ টাকা ও ডিজেলের দামে ১২.৮৩ টাকা প্রতি লিটারে কমবে।

তবে এর জেরে সরকারের রাজস্বে প্রভাব পড়তে পারে। বর্তমানে পেট্রোল ৯৪.৭২ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে দিল্লিতে, ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৮৭.৬২ টাকা।

তবে জিএসটি লাগু করা হলে এই দাম লক্ষনীয়ভাবে কমবে দিল্লিতে পেট্রোলের দাম হবে ৭৫.০১ টাকা ও ডিজেলের দাম হবে ৭৪.৭৯ টাকা।

আরো পড়ুন: ভাগ্যলক্ষ্মী যোজনায় টাকা দিচ্ছে সরকার, আবেদন করতে এই কাগজ লাগবে

বর্তমানে কীভাবে নির্ধারিত হচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম?

বেস প্রাইস ৫৫.৪৬ টাকা, পরিবহন ০.২০ টাকা, এক্সসাইজ ডিউটি-১৯.৯০ টাকা, ভ্যাট -১৫.৩৯ টাকা, ডিলার কমিশন -৩.৭৭ টাকা- এইসব মিলিয়ে মোট দাম পড়েছে ৯৪.৭২ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এক‌ই ভাবে ডিজেলের ক্ষেত্রে বেস প্রাইস -৫৬.২০ টাকা,এক্সাইজ ডিউটি-১৫.৮০ টাকা ও ডিলার কমিশন-২.৫৮ টাকা,ভ্যাট পড়েছে-১২.৮২ টাকা,পরিবহন -০.২২টাকা

সব মিলিয়ে দাম হল ৮৭.৬২ টাকা। এইবার এই দাম কিছুটা কমলে, মধ্যবিত্ত মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস পাবেন বলেই মনে করা হচ্ছে। কারণ দৈনন্দিন জীবনে পেট্রোল ডিজেলের দাম বাড়লে মানুষের যে নাভিশ্বাস ওঠে সে কথা বলাই বাহুল্য।

Leave a Comment