after 4 Percent DA Increase 12600 rs will be credited to government employees account
WhatsApp Group Join Now

লোকসভা ভোটের সময় সরকারি কর্মীদের ঝুলি যেন ভরিয়ে দিচ্ছে সরকার কেন্দ্রীয় সরকার। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হয়েছে সে খবর কমবেশি সকলেই জানেন। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ১২,৬০০ টাকা। ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের খুশি আর ধরছে না।

গত মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে সকল বেতন ও ভাতা বৃদ্ধি পেয়েছে তার তালিকা র‌ইল-

DA বৃদ্ধি

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদি সরকার। ডিএ বা মহার্ঘ ভাতার এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকরী হবে। ফলে গত তিন মাসের প্রাপ্য অতিরিক্ত মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে আগামীতে যোগ করে দেওয়া হবে। এর মাধ্যমে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ-র পরিমাণ বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন যে অনেকটাই বাড়ল তা আর বলার অপেক্ষায় রাখে না।

আরো পড়ুনঃ গ্যাস বুকিংয়ের খরচ বাড়ছে! মে মাস থেকে এত টাকা বেশি দিতে হবে

গ্রাচুইটি বৃদ্ধি

লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রাচুইটির পরিমাণও ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতদিন অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা গ্রাচুইটি পেতেন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করে দিয়েছে। এর ফলে কেন্দ্র সরকারি কর্মীদের যে প্রভূত উপকার হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

WhatsApp Group Join Now

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্যান্টিন অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স ও ডেপুটেশন অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছে। সরকার এইসব ক্ষেত্রে ২৫ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে। ফলে মাসের শেষে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের অংশ হিসেবে এবার থেকে অনেকটাই বেশি টাকা ঢুকবে।

HRA বৃদ্ধি

পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও এক বড় প্রাপ্তি ঘটতে চলেছে বলে অনেকেই মনে করছেন। চিরাচরিত প্রথা মেনে মহার্ঘভ ভাতা বাড়ানোর কিছুদিন পরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বা HRA বাড়ানো হয়। অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়িভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।

আরো পড়ুনঃ কন্যাশ্রীর ২৫০০০ টাকা তো মিলছেই, এবার প্রতিমাসে ৫৪০০ টাকা পাওয়া যাবে এই স্কলারশিপে

সূত্রের খবর, সেটি কার্যকর করার বিষয়ে সরকারি স্তরে ভাবনা চিন্তা শুরু হয়েছে। বর্তমানে ‘X’ ক্যাটাগরির কর্মীরা ২৭ শতাংশ HRA পান। তা বাড়িয়ে এবার থেকে তাঁদের ৩০ শতাংশ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ‘Y’ ক্যাটাগরির কর্মীরা ১৮ শতাংশ HRA পান, তাঁদেরকে ২০ শতাংশ করে দেওয়া হবে। আর ‘Z’ ক্যাটাগরির কর্মীদের HRA-এর পরিমাণ ৯ শতাংশ, তাঁরা আগামী দিনে পেতে পারেন ১০ শতাংশ।

এর ফলে একজন X ক্যাটাগরির কর্মী প্রতিমাসে বাড়িভাড়া ভাতা বাবদ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আগামী দিনে পেতে পারেন ১,০৫০ টাকা। যা বার্ষিক হিসেবে ১২,৬০০ টাকা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *