B.Ed প্রার্থীদের ধাক্কা আরো বাড়লো, হাইকোর্ট দিল এই নির্দেশ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কখনও হাইকোর্ট থেকে কখনও সুপ্রিম কোর্ট থেকে, বিএড প্রার্থীরা ধাক্কা খাচ্ছেন৷ সেই ধাক্কা আরও বাড়ল। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আর বিএড করলেও শিক্ষক হতে পারবেন না কেউই। এর জন্য প্রয়োজন বিশেষ শিক্ষাগত যোগ্যতা। সে প্রসঙ্গেও কথা বলেছে আদালত।

হাইকোর্ট আদেশ জারি করেছে যে, রাজ্য সরকার নিয়োগ করা বিএড ডিগ্রি শিক্ষকদের তাঁদের চাকরি থেকে সরিয়ে ছয় মাসের মধ্যে তাঁদের পুনর্বহাল করতে হবে। আদালত বলেছে যে শুধুমাত্র D.El.Ed যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা উচিত। আর এই নিয়োগ থেকে বিএড ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে।

বিএড বনাম ডিইএলএড প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রমেশ কুমার সিনহার ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। এই পিটিশনে, যাঁরা D.El.Ed করছেন তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে B.Ed ডিগ্রিধারীদের কাজ নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন।

আবেদনে বলা হয়েছিল, যাঁরা ডিএলএড কোর্স করছেন তাঁদের প্রাথমিক শ্রেণির শিশুদের পড়াতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও, আবেদনকারীদের পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে। এই বিষয়ে, হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের পক্ষে এই সিদ্ধান্ত দিয়েছে এবং বিএড প্রার্থীদের নিয়োগ থেকে বাদ দিয়েছে।

আদালত বলেছে, প্রাথমিক শিক্ষক পদে শুধুমাত্র D.El.Ed দের নিয়োগ দিতে হবে। নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড শিক্ষকদের অপসারণ করার পর, পুনর্বহাল প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে। ডিএলএড প্রার্থীর আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি রমেশ কুমার সিনহার ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছেন।

যেমন, 2023 সালের 4 মে 2023 ছত্তিশগড়ে সহকারী শিক্ষকের প্রায় 6500 টি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করা হয়েছিল। যার জন্য গত 10 জুন পরীক্ষাও হয়েছে। B.Ed এবং D.El.Eড উভয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিলেন। কিন্তু এর পর BEd বনাম DElEd মামলা বিএড ব্যক্তিদের কপালে হাত ফেলে দিয়েছে। এই নিয়োগে শুধুমাত্র DElEd প্রার্থীরাই শিক্ষকতা করার যোগ্যতা নিরিখে উত্তীর্ণ হবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অর্থাৎ, মূলত B.Ed পরীক্ষার্থীদের জন্য এই দুশ্চিন্তার খবরটি এসেছে ছত্তিশগড় রাজ্য থেকে। সে রাজ্যের B.Ed রা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন না। বিহারের পর, এবার ছত্তিশগড় রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার ক্ষেত্রে বিএড ধারীদের উপর উপর নিষেধাজ্ঞা চিন্তায় ফেলেছে চাকরিপ্রার্থীদের।

ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নির্বাচিত ডিগ্রিধারীদের শিক্ষক নিয়োগ থেকে বাদ দিয়ে বসেছে হাইকোর্ট। রাজ্যকে নিয়োগের কাউন্সেলিং বন্ধ করে ডি এল এড প্রার্থীদের সংশোধিত তালিকা আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৫ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে মোদি সরকার, তাও আবার কোন‌ও সুদ ছাড়াই!

👉 ১ মাসের রিচার্জ করলে খরচ বাড়বে! কিন্তু এইভাবে রিচার্জ করলে টাকা বাঁচবে

👉 ১৪ জুন পর্যন্ত সময় আছে! এর মধ্যেই আধার কার্ডের DOB ঠিক করে নিন

👉 ১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই

👉 গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই! প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার

Leave a Comment