সময়সীমা বেড়ে ১৪ জুন হয়েছে। ওই তারিখ পর্যন্ত বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করা যাবে। কিন্তু অনেকেই যেটা জানেন না তা হল, চাইলেই আধার কার্ডের সমস্ত ডেটা বাড়িতে বসে অনলাইনে পরিবর্তন করা যায় না। নিজের নাম বা জন্ম তারিখ সংক্রান্ত তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে।
ঘটনা হল, আমাদের আশেপাশে তাকালেই দেখা যাবে অনেকের আধার কার্ডে নামের বানান ভুল আছে। কারোর জন্ম তারিখ বা ডেট অফ বার্থের কোনও কিছু একটা ভুল এসেছে। ঠিকানা, অভিভাবকের নামে ভুল এগুলো তো হরহামেশায় দেখা যায়। এবার আধার কার্ড যেহেতু ভারতীয় নাগরিকদের সর্বপ্রধান সচিত্র পরিচয় পত্র হয়ে উঠেছে, তাই সেখানে এই ধরনের ভুল থাকলে নানান সমস্যায় পড়তে হয়।
জন্ম তারিখ সংক্রান্ত তথ্য সর্বোচ্চ একবার পরিবর্তনের সুযোগ পাওয়া যায়। এক্ষেত্রে আপনার প্রকৃত জন্ম তারিখ এবং আধার কার্ডে উল্লেখ করা তারিখের মধ্যে সর্বোচ্চ তিন বছরের ব্যবধান থাকলে তবেই সেটা অনলাইনে পরিবর্তন করতে পারবেন। নচেৎ আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে এই কাজ করতে হবে। তবে সে ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মেনে চলা দরকার। আর আধার কার্ডের নাম পরিবর্তনের বিষয়টি বেশ জটিল। তার জন্য এফিডেভিট প্রয়োজন হয়। সেটা কোনওভাবেই বাড়িতে বসে করা সম্ভব নয়।
Free Aadhaar Card Update-এর সময়সীমার মধ্যে কাজটা সেরে ফেললে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এইটা একটা বড় সুবিধা।
আধার কার্ডে জন্ম তারিখ (DOB) ভুল থাকলে কী করতে হবে?
(1) আধার কার্ডের জন্ম তারিখ বা ডেট অফ বার্থে ভুল থাকলে তা বাড়িতে বসে অনলাইনে আপডেট বা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট দু’ভাবেই করা সম্ভব।
(2) তবে এটা চাইলে এমনি এমনি করে ফেলতে পারবেন না এর জন্য বার্থ সার্টিফিকেট, স্কুলপাস সার্টিফিকেট, ব্যাঙ্কের পাসবই, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ইত্যাদি দরকারি নথিগুলির মধ্যে কোনও একটি দরকার পড়বে।
(3) উপরে উল্লেখিত নথিগুলো না থাকলে গেজেটেড অফিসারের সার্টিফিকেট, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, মেডিক্লেমের নথি, পেনশনের নথি দিয়েও এই কাজটি করা যেতে পারে।
🔥 সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 ১, ২ হাজার টাকা না! ৫০ হাজার টাকা পাবেন স্বানিধি প্রকল্পে, এই কাগজপত্রগুলো লাগবেই
👉 ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতেই হবে? নাহলে কি ভোট দেওয়া যাবেনা?
👉 DA বাড়ানোর পরই কর্মীদের বড় নির্দেশ সরকারের, ৩০ এপ্রিলের মধ্যে এই কাজটি করতেই হবে
👉 Jio, Airtel, VI যে সিম থাকুক না কেন, ১৫ এপ্রিল থেকে বন্ধ হবে এই সুবিধা
👉 ৯০ টাকার কয়েন বাজারে চলে এলো, কিন্তু এদিয়ে কিছুই কেনা যাবেনা
👉 গরমে কারেন্ট বিল নিয়ে টেনশন নেই! প্রতি মাসে এতটা ফ্রি দেবে সরকার