ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতেই হবে? নাহলে কি ভোট দেওয়া যাবেনা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি আধারের সঙ্গে আপনার ভোটার আইডি কার্ড লিঙ্ক করেছেন? এটা কি সত্যিই ভোটের আগে করা আবশ্যক? অনেকেই হয়ত ভাবছেন যে, আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক না করলে ভোট দিতে পারবেন না। তবে কি আপনার ভোটার আইডি আধারের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ভোটার তালিকা থেকে আপনার নাম মুছে ফেলা হবে! এ প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছে নির্বাচন কমিশন।

আইন মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে যে, ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা সম্পূর্ণ তাদের ব্যাপার। তাঁরা আধার এবং ভোটার আইডি লিঙ্ক করতে চান কি না তা তাঁদের নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাহলে কি নাম মুছে ফেলা হবে না ভোটার তালিকা থেকে

এ প্রসঙ্গে জনগণকে এটা স্পষ্ট করা হয়েছে যে তাঁরা যদি আধারকে ভোটার আইডির সঙ্গে লিঙ্ক না করে তবে তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে না এবং অবশ্যই তাঁরা ভোট দিতে পারবে। তবে, এক্ষেত্রেও রয়েছে অন্য চাপ। 

আসলে, নির্বাচন কমিশনের নির্দেশে, সারা দেশে এখন ভোটার আইডিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার অভিযান চলছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়ের মধ্যে এই নিয়ে মতবিনিময়ও হয়

যেখানে আবেদনকারী যুক্তি দিয়েছিলেন যে ফর্ম 6 (নতুন ভোটার তালিকাভুক্তির জন্য), ফর্ম 6B (নথিভুক্ত ভোটারদের আধার নম্বর সংগ্রহের জন্য) এবং অন্যান্য সম্পর্কিত ফর্মগুলিতে ভোটারদের শুধুমাত্র দুটি বিকল্প দেওয়া হয়েছিল। প্রথম বিকল্পটি ছিল আধার নম্বর প্রদান করা এবং দ্বিতীয়টি হল ‘আমি আমার আধার উপস্থাপন করতে পারছি না কারণ আমার কাছে আধার নেই।’

অর্থাৎ, দ্বিতীয় বিকল্পটি বেছে নেওয়ার অর্থ হল আপনি আপনার আধার কার্ড নম্বর দিতে চান না, তাই আপনাকে মিথ্যা বলতে হবে যে আপনার কাছে আধার কার্ড নেই। যা RP Act, 1950 এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদিও নির্বাচন কমিশন গত বছর সুপ্রিম কোর্টকে বলেছিল যে, ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করার জন্য আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়, সুপ্রিম কোর্ট কমিশনকে এই ফর্মে পরিবর্তন করতে বলেছিল। এরপরই যথারীতি নির্বাচন কমিশনও আমজনতাকে ভোটার আধার লিঙ্কিংয়ের বিষয়ে আশ্বস্ত করেছে। ‘মিথ ভার্সেস রিয়েলিটি’ নাম দিয়ে গুজব, মিথ্যাচার উড়িয়ে সত্যিটা জানানোর জন্য ওয়েবসাইটও চালু করেছে নির্বাচন কমিশন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 প্রতি মাসে রান্নার গ্যাস তো কিনছেন, এতে কেন্দ্র ও রাজ্যের কত টাকা লাভ থাকে জানেন কি?

👉 বছরে ২ বার ৫০০০ টাকা করে পাবেন, এই প্রকল্পে আবেদন করলেই

👉 লোনের EMI মিস হলেও আর চিন্তা নেই, গ্রাহকদের জন্য RBI এর নতুন নিয়ম

👉 লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না! যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে

👉 DA এবং বেতন নিয়ে কর্মীদের বিরাট জয়, হাইকোর্টের এই রায়ে তাদের জীবন বদলে গেল

👉 নতুন মাসে সুখবর! ১ এপ্রিল রাত থেকে কমলো ডিজেল ও কেরোসিনের দাম

Leave a Comment