নতুন মাস পড়তেই বড় সুখবর। ২.২৫ টাকা কমে গেল ডিজেলের দাম। এই খবরে ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি ফুটেছে। সাধারণ মানুষও কিছুটা আশার আলো দেখছেন। কারণ তাঁরা ভাবছেন, ডিজেলের দাম কমায় আনাজপাতি, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পরিবহণের খরচ কিছুটা হলেও কমবে। তার ফলে বাজারে জিনিসপত্রের দাম কমতে পারে। এমনকি দাম না কমলেও অন্তত একই জায়গায় স্থির হয়ে থাকবে। তবে আরও একটা সুখবর আছে, ডিজেলের পাশাপাশি দাম কমেছে কেরোসিন তেলের’ও।
এপ্রিল মাসের শুরুতেই এই দুর্দান্ত সুখবরটি কিন্তু আমাদের জন্য নয়। ভারত সরকার এমন ঘোষণা করেনি। এটা আসলে প্রতিবেশী দেশ বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে। বাংলাদেশের মুদ্রার নাম টাকা। তাই সেখানে হিসাবটা বোঝাটা আমাদের পক্ষে কিছুটা সহজ হবে। বাংলাদেশে ডিজেলের দাম ছিল লিটার পিছু ১০৮.২৫ টাকা। সেটা ২.২৫ টাকা কমে হল ১০৬ টাকা। ১ এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে বাংলাদেশে জ্বালানির দাম নির্ধারণের ক্ষেত্রে ভারতের মত নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। অবশেষে গত মার্চ মাস থেকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রক বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিমাসের ১ তারিখ জ্বালানির দাম নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। আর তাতেই এপ্রিল মাসে কমেছে ডিজেলের দাম। কেরোসিন তেল নিয়ে যাতে কালোবাজারি না হয় তার জন্য সেটিরও দাম কমিয়ে ডিজেলের সমান অর্থাৎ লিটার পিছু ১০৬ টাকা করা হয়েছে।
তবে পেট্রোলের দাম কমেনি। তা যা ছিল তাই রেখেছে বাংলাদেশ সরকার। ফলে এপ্রিল মাসেও বাংলাদেশিদের প্রতি লিটার পেট্রোল ১২৫ টাকা দিয়ে কিনতে হবে। উল্লেখ্য জ্বালানির দাম চড়া থাকায় বাংলাদেশে ভয়াবহ মূল্যবৃদ্ধির সমস্যা দেখা দিয়েছে।
এই রমজান মাসে সেখানে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। বহু মানুষ ভাল করে দু’বেলা পেট ভরা খাবার খেতে পারছে না। এর জন্য বাংলাদেশ সরকার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধিকেই বারবার দায়ী করে এসেছে। সেখানে ডিজেলের দাম কিছুটা কমায় রমজান মাসে একটু হলেও স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন প্রতিবেশী রাষ্ট্রটির বাসিন্দারা।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 DA এবং বেতন নিয়ে কর্মীদের বিরাট জয়, হাইকোর্টের এই রায়ে তাদের জীবন বদলে গেল
👉 প্রতি মাসে রান্নার গ্যাস তো কিনছেন, এতে কেন্দ্র ও রাজ্যের কত টাকা লাভ থাকে জানেন কি?
👉 লটারির থেকে কম নয় সরকারি কর্মীদের জন্য! এক একজন পাবে ২ লাখ টাকা
👉 ভোটের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো, কবে থেকে ছুটি শুরু? জারি হলো বিজ্ঞপ্তি
👉 মহিলাদের জন্য এই ৪ টি প্রকল্প, ভোটের আগেও ছিল ভোটের পরেও থাকবে