৩১ মার্চ শেষ দিন! যা করার এই কদিনেই করুন, সরকার আর সুযোগ দেবে না

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চলতি অর্থ বর্ষ অর্থাৎ ২০২৩-২৪-এর আয়কর রিটার্ন দেওয়ার সময় চলে এল। তবে এই নিয়ে এখনই সাবধান হয়ে যাওয়ার কিছু নেই। কারণ হাতে বেশ কিছুটা সময় আছে। তবে এই আয়কর রিটার্নেরই এমন একটি কাজ আছে যেটি করার জন্য আপনার হাতে আর মাত্র এক সপ্তাহ সময় বাকি। ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে এই আয়কর সংক্রান্ত কাজটি না করলে আপনাকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে।

সাধারণ মানুষ প্রতিবছরের আয়কর রিটার্ন সেই বছরই মোটামুটি জমা দিয়ে দেয়। বড়জোর কোনও কারণে কয়েক দিন দেরি হয়, কিন্তু আয়কর বিভাগের একটি নিয়মের জেরে আপনি দুটি আর্থিক বর্ষের পুরনো আয়কর ফাইল এখনও আপডেট করার সুযোগ পাচ্ছেন।

২০২১-২২ অর্থবর্ষে জমা দেওয়া আয়কর রিটার্নে কেউ যদি নিজের সঠিক আয় গোপন করে যান বা উল্লেখ করে না থাকেন তবে তাঁদের জন্য এটাই শেষ সুযোগ। যা করার ৩১ মার্চের মধ্যে করে ফেলতে হবে। না হলে এরপর আয়কর হানা হলে বিপুল আর্থিক জরিমানার পাশাপাশি হাজতবাস পর্যন্ত হতে পারে।

আয়কর বিভাগের 139(8A) ধারা অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষের জমা করা আয়কর রিটার্ন আপডেট (IRT-U) করার প্রক্রিয়া চলছে। আয়কর আইন বলছে, নির্দিষ্ট দিনের মধ্যে অর্থাৎ ৩১ মার্চের মধ্যে এই কাজ না করলে আপনার মোট কর বা লুকিয়ে যাওয়া আয়ের উপর ২০০ শতাংশ জরিমানা নেওয়া হবে।

এমনিতে ভারতীয় অর্থনীতিতে আয় গোপন করে যাওয়া দণ্ডনীয় অপরাধ। সেখানে আপনি দু’বছর পর এই সুযোগকে কাজে লাগিয়ে লুকিয়ে যাওয়া আয়ের হিসেব আপডেট করার। তবে সেটাও এমনি এমনি হবে তা নয়। অবশ্য এখন আপডেট করলে আরও বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন।

দুটি অর্থ বর্ষ আগের আয়ের প্রকৃত হিসাব যদি এখন আপডেট করতে চান তবে ৫০ শতাংশ জরিমানা দিতে হবে। আর যদি একটি অর্থ বর্ষ আগের গোপন আয়ের হিসেব এখন আপডেট করতে চেষ্টা করেন তবে আপনাকে ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে আয়কর বিভাগ গোপন আয় উদ্ধার করতে কীভাবে তৎপর হয়ে উঠেছে তা সকলেই টের পাচ্ছেন। আর আয়কর বিভাগের শাস্তি কেমন সেটা মোটামুটি সকলেই জানেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে বিলম্ব না করে দ্রুত ৩১ মার্চের মধ্যে IRT-U ফাইল করুন।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 ৩৩৬০ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র, গুরুত্বপূর্ণ এই প্রকল্পের জন্য

👉 মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য চিন্তা নেই, এই প্রকল্পে নাম লেখালেই ৭০ লাখ টাকা

👉 লোনের টাকা দিতে না পারলেও চাপ নেই, এবার সুরক্ষা দেবে RBI

👉 আধার কার্ড সক্রিয় রাখতে এই ২ টি কাগজ আপডেট করুন, আর এতদিন পাবেন সুযোগ

👉 ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আর যা ইচ্ছে হবেনা! নতুন নিয়ম আনছে RBI

Leave a Comment