এক ধাক্কায় ১৫ টাকা কমে গেল পেট্রোল ও ডিজেলের দাম! আনন্দে লাফিয়ে ওঠার মত এই খবরটা একদম সত্যি। কদিন আগেই কেন্দ্রীয় সরকার লিটার পিছু ২ টাকা দাম কমিয়েছিল। সেই সাময়িক স্বস্তির পর এবার আরও বড় উপহার। লিটারে ১৫ টাকা দাম কমা মানে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে তেমনই পণ্য পরিবহণের ক্ষেত্রেও খরচ অনেকটা কম পড়বে। এর ফলে বাজারে জিনিসপত্রের দাম সস্তা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় লিটার প্রতি ১৫.৩ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সুখবরে সকলের মনেই খুশি উপচে পড়ার কথা। তবে এতটা বড় সৌভাগ্য আপনার-আমার জন্য নয়। কারণ পেট্রোল-ডিজেলের এক ধাক্কায় এতটা দাম কমানো হয়েছে কেবলমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের জন্য।
উল্লেখ্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল জায়গা বলে বিবেচনা করা হয় আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপকে। সেখানকারই দুটি দ্বীপে পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে।
অ্যান্ড্রট ও কালপেনি নামে লাক্ষাদ্বীপে দুটি দ্বীপ আছে। এই দুই দ্বীপে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু ১৫.৩০ টাকা করে কমানো হয়েছে। আর কাভারাত্তি এবং মিনিকয় দ্বীপে লিটার পিছু ৫.২০ টাকা দাম কমানো হয়েছে।
এর ফলে লাক্ষাদ্বীপের এই চারটি দ্বীপে পেট্রোলের বর্তমান দাম দাঁড়িয়েছে লিটার পিছু ১০০.৭৫ টাকা। আর এখানে ডিজেলের বর্তমান দাম হল লিটার পিছু ৯৫.৭১ টাকা। এই দামের দিকে নজর রাখলে সহজেই বুঝতে পারবেন এতটা দাম কমানোর পরেও দেশের মূল ভূমির যে কোনও জায়গার থেকে লাক্ষাদ্বীপে পেট্রোল ও ডিজেল দামি।
লাক্ষাদ্বীপে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে থাকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)। রাষ্ট্রায়ত্ত এই তেল কোম্পানিটির কোচি ডিপো থেকে জাহাজের মাধ্যমে পেট্রোল ও ডিজেল নিয়ে যাওয়া হয় এই অনন্য সুন্দর দ্বীপপুঞ্জে। এর মধ্যে কাভারত্তি ও মিনিকয় দ্বীপে ইন্ডিয়ান অয়েলের দুটি স্টোরেজ ডিপো আছে। সেখান থেকেই দ্বীপপুঞ্জের বাকি দ্বীপগুলোতে পেট্রোল ও ডিজেল পাঠানো হয়।
উল্লেখ্য লাক্ষাদ্বীপের পর্যটন প্রসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত সরকার। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর দেশের পর্যটকদের, বেশি করে লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 সরকারের তরফে বিরাট নিলাম শুরু, আদানি না আম্বানি কে পাবে?
👉 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারো সুখবর! কথার দাম রাখলেন মুখ্যমন্ত্রী
👉 রাজ্যে ১ লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কবে হবে? আসল সত্যিটা জানালো রাজ্য পুলিশ
👉 সরকারি কর্মীদের জন্য লটারি! DA এর পর আরো ২ সুবিধা বাড়ানো হলো
👉 ৫০০০ কোটি টাকায় হবেনা, ১০ হাজার কোটি চাইল এই রাজ্য