মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য চিন্তা নেই, এই প্রকল্পে নাম লেখালেই ৭০ লাখ টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সন্তানের জন্য সকলেই সাধ্যমত অর্থ সঞ্চয় করতে চান। আর সেটা যদি কন্যা সন্তান হয় তো তবে পড়াশোনার পাশাপাশি অনেকেই তাদের বিয়ের জন্য ছোটবেলা থেকেই অর্থ জমাতে শুরু করেন। কিন্তু আজকের এই বাজারে নিরাপদে, নিশ্চিন্তে অর্থ সঞ্চয় করাটা মুখের কথা নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের এমন এক প্রকল্প আছে যার মাধ্যমে আপনি নিজের কন্যা সন্তানের জন্য নিরাপদে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং তার বিয়ের বা উচ্চশিক্ষার সময় পেয়ে যেতে পারেন প্রায় ৭০ লক্ষ টাকা!

পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে তার উচ্চশিক্ষা আর বিবাহের জন্য আজও ভারতীয় অভিভাবকদের চিন্তার শেষ থাকে না। এই অবস্থায় ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি চালু হয়।

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) পাশাপাশি পোস্ট অফিসেও সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায়। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কেও এই প্রকল্পের অধীনে আপনার কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। Sukanya Samriddhi Yojana প্রকল্পে নিজের কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুললে মেয়াদ শেষে অভিভাবকদের তাদের উচ্চশিক্ষা ও বিয়ের জন্য আর চিন্তা করতে হবে না।

সুকন্যা সমৃদ্ধি যোজনা-তে কীভাবে অ্যাকাউন্ট খোলা যাবে?

(১/১০): সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খুলতে হলে কন্যা সন্তানের বয়স ১০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ মেয়ের বয়স ১০ বছরের বেশি হয়ে গেলে অভিভাবক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

(2/১০): প্রথম দুটি কন্যা সন্তানের জন্যই কেবলমাত্র অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে প্রথম কন্যা সন্তানের পর যদি জমজ কন্যা সন্তানের জন্ম হয় তবে তিনজনের জন্যই অ্যাকাউন্ট খোলা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(৩/১০): এই প্রকল্পের সর্বোচ্চ সুবিধা পেতে হলে কন্যা সন্তানের বয়স ১ বছর হলেই অভিভাবকের উচিৎ স্টেট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করে Sukanya Samriddhi Yojana-র অধীনে অ্যাকাউন্ট খোলা।

(৪/১০): এই প্রকল্পে মাসে ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২,৫০০ টাকা পর্যন্ত জমানো সম্ভব। সন্তানের ১৫ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে প্রিমিয়াম দিতে হয়। সন্তানের ২১ বছর বয়সে গিয়ে প্রকল্পের অর্থ তোলা যাবে।

(৫/১০): আপনি যদি মাসে ১০০০ টাকা করে জমা করেন তবে মেয়াদ শেষে ৫ লক্ষ ৯২ হাজার টাকা পাবেন। মাসে ২০০০ টাকা করে জমা করলে মেয়াদ শেষে ১০ লক্ষ টাকা পাবেন। প্রতিমাসে ১২,৫০০ টাকা জমা করলে মেয়াদ শেষে ৬৩ লক্ষ টাকা পাবেন।

(৬/১০): সুকন্যা সমৃদ্ধি যোজনায় অভিভাবকরা ট্যাক্স ছাড়ের সুবিধা পান। এক্ষেত্রে বছরের সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়। তাই কোন‌ও অভিভাবক যদি কন্যা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খোলেন এবং প্রতিবছর ১.৫ লক্ষ টাকা করে জমা করতে শুরু করেন ও নিয়ম অনুযায়ী এই প্রকল্পের পূর্ণ মেয়াদ অর্থাৎ ১৫ বছর বয়স পর্যন্ত টাকা রাখেন তবে সম্পূর্ণ মেয়াদ পূরণের পর অর্থাৎ কন্যা সন্তানের ২১ বছর বয়স হলে সে ৬৯,২৭,৫৭৮ টাকা পাবে। এক্ষেত্রে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বর্তমান ৮.২% সুদের হার -কে মান্যতা দিয়ে হিসেব কষা হয়েছে।

(৭/১০): কন্যা সন্তানকে ভারতীয় নাগরিক হতে হবে। তার আইনত অভিভাবকরাই একমাত্র Sukanya Samriddhi Yojana-র সুবিধা পাবেন।

(৮/১০): প্রকল্পের মাঝপথে অভিভাবকের মৃত্যু হলে কেন্দ্রের পক্ষ থেকে বাকি মেয়াদের প্রিমিয়াম দিয়ে কন্যা সন্তানকে আগের মতই সমস্ত সুবিধে দেওয়া হয়।

(৯/১০): দুর্ভাগ্যবশত প্রকল্প চলাকালীন কন্যা সন্তানের মৃত্যু হলে তৎক্ষণাৎ অভিভাবক জমা করা অর্থের উপর সুদ সহ টাকা ফেরত পেয়ে যাবেন।

(১০/১০): পর পর দু’মাস প্রকল্পের প্রিমিয়াম জমা না দিলে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট হয়ে যাবে। পরে সামান্য কিছু জরিমানা দিয়ে আবার এই অ্যাকাউন্ট চালু করা সম্ভব।

কোথায় সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে হবে?

মূলত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই প্রকল্পের অ্যাকাউন্ট খোলা হলেও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে Sukanya Samriddhi Yojana-র অ্যাকাউন্ট খোলা যায়। এর জন্য সন্তানের পরিচয়পত্র, জন্মসংসাপত্র, অভিভাবকদের পরিচয়পত্র প্রয়োজন।

বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে প্রতি ত্রৈমাসিকে সুদের হার পর্যালোচনা করা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারতীয় মেয়েদের ভবিষ্যৎ জীবনকে আরও সুরক্ষিত করে তুলতেই নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉  লোনের টাকা দিতে না পারলেও চাপ নেই, এবার সুরক্ষা দেবে RBI

👉 আধার কার্ড সক্রিয় রাখতে এই ২ টি কাগজ আপডেট করুন, আর এতদিন পাবেন সুযোগ

👉 ৫০ দিন একদম ফ্রি! শুধুমাত্র জিও ব্যবহারকারীদের জন্য, কীভাবে পাবেন জানুন

👉 ৩১ মার্চ লাস্ট ডেট! তারপর কি সময় বাড়ানো হবে? ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই করুন এই কাজ

👉 রবিবারেও ব্যাঙ্ক খোলা থাকবে! শুধুমাত্র এই কারনেই এমন সিদ্ধান্ত নিল RBI

Leave a Comment