আর্থিক সঙ্কটে ভুগছে রাজ্য। তাদের সাহায্য চাই। এদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তুলেছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যন্ত দ্বারস্থ হয়েছে রাজ্যের সরকার। সেখানে সাওয়াল-জবাবের মধ্যেই কেন্দ্রীয় সরকার জানায়, তারা আপাতত ৫ হাজার কোটি টাকা সাহায্য করতে পারবে।
পূর্ববর্তী অর্থ বর্ষের সঙ্গে হিসাব মিলিয়ে এই সাহায্য করা হবে। কিন্তু মুহূর্তের মধ্যেই চমক দিল এই রাজ্যের সরকার। তারা হঠাৎই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে দেয়। আর তারপরই কেন্দ্রের কাছে দাবি জানিয়ে বসল ৫ হাজার নয়, এর দ্বিগুণ অর্থ অর্থাৎ ১০ হাজার কোটি টাকা দিতে হবে!
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে কেন্দ্রের থেকে দ্বিগুণ অর্থ দাবি করার এই ঘটনাটি দেশে শোরগোল ফেলে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তার কর্মীদের প্রাপ্য ডিএ না পাওয়া নিয়ে ক্ষোভের কথা আজ আর কারোর অজানা নয়। কলকাতার রাজপথে বসে এই নিয়ে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। তাই এই প্রতিবেদনের প্রথম অংশটি পড়ে অনেকেই ভেবেছেন, এটা হয়ত বাংলার সরকারের কাণ্ড। কিন্তু না, এই এমন শোরগোল ফেলে দেওয়া ঘটনাটি ঘটিয়েছে কেরল সরকার।
লোকসভা ভোটের আগেই সে রাজ্যে বিভিন্ন স্তরের রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ বিভিন্ন হারে বৃদ্ধি পেয়েছে। অবশ্য রাজ্য বাজেটেই সেই ঘোষণা করা হয়েছিল। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাপারটি চালু করে দেওয়া হল। কেরলের সাধারণ ডিগ্রি কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজের অধ্যাপকদের ডিএ এক ধাক্কায় ১৪ শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ফলে তা বেড়ে হয়েছে ৩১ শতাংশ।
অপরদিকে বিভিন্ন বিচার বিভাগীয় কর্মীদের আইএএস, আইপিএস আধিকারিকদের দিয়ে ১৬ শতাংশ ডিএ বাড়িয়েছে কেরল সরকার। এর ফলে তাঁদের ডিএ ৩০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে কেরল সরকারের এই কর্মীদের ডিএ-র ব্যবধান মাত্র ৪ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের সর্বস্তরের কর্মীদের প্রাপ্য ডিএ-র ব্যবধান এই মুহূর্তে ৪০ শতাংশ, যা মে মাস থেকে একটু কমে ৩৬ শতাংশ হবে।
আর্থিক সঙ্কটে ভুগতে থাকা কেরল সরকারের এই জনমোহিনী সিদ্ধান্তে সরকারি কর্মীরা খুশি। কিন্তু এরপরই রাজ্য সরকার যেভাবে কেন্দ্রের কাছ থেকে অনুদান চাইছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 মোদি সকলকে এই চিঠি পাঠাচ্ছে! কী লেখা আছে তাতে?
👉 অনেক হলো DA! এবার এই সরকারি কর্মীরা পাবে ৬০০০ টাকা, বিজ্ঞপ্তি জারি হলো
👉 ১০০ টাকার নতুন নোট আসছে বাজারে, ডিজাইন বানিয়ে ফেলেছে RBI
👉 আদালতে DA আন্দোলনকারীদের বড় জয়, বিরাট চাপে রাজ্য সরকার
👉 এবার RBI এর শাস্তির মুখে বন্ধন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কাউকে ছাড় দেওয়া হবেনা
👉 সরকারি কর্মীদের জন্য লটারি! DA এর পর আরো ২ সুবিধা বাড়ানো হলো