গ্রাহকদের স্বার্থেই আরও কঠিন হতে চলেছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার নিয়ম। বর্তমানে ব্যাঙ্কে যে কোনও অ্যাকাউন্ট খুলতে গেলে KYC বিধি যথাযথভাবে মেনে তবেই অ্যাকাউন্ট খোলা যায়। এই বিষয়টা সকলেই জানেন।
কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা সংক্রান্ত KYC বিধিতে বড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহকদের অ্যাকাউন্ট-কে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করতেই এই বিশেষ পরিবর্তনটি হতে চলেছে। বিশেষ করে যে সকল গ্রাহকদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের এর ফলে কিছুটা হলেও সমস্যা বাড়বে।
KYC ব্যবস্থা চালু করে রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণ প্রক্রিয়া অনেকটাই নিখুঁত করতে পেরেছে। কিন্তু অ্যাকাউন্ট জালিয়াতি বা অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে জালিয়াতির টাকা সরিয়ে নেওয়ার মত ঘটনায় লাগাম পড়ানো যায়নি। উল্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC বিধি মানতে গিয়ে আধার কার্ড এবং মোবাইল নম্বর সংযুক্ত করার বিষয়টিকে হাতিয়ার করে জালিয়াতরা নিত্যনতুন প্রতারণার ফাঁদ পাতছে। এই বিপদ থেকে সাধারণ গ্রাহকদের রক্ষা করতে এবার তৎপর হয়ে উঠেছে আরবিআই।
আমাদের দেশে বহু গ্রাহকদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা যায়। বিশেষ করে কম বয়সী চাকুরীজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বিষয়টি একদম সত্যি। যাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাঁদের প্রত্যেকটিতেই কেওয়াইসি বিধি মেনে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে। কিন্তু একটি মোবাইল নম্বর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করা থাকায় প্রতারণার সম্ভাবনা বেড়ে গিয়েছে বলে মনে করছে আরবিআই।
এই পরিস্থিতিতে তারা KYC বিধিতে সম্পূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, আগামী দিনে রিজার্ভ ব্যাঙ্ক KYC বিধিতে নির্দিষ্ট একটি পরিবর্তন আনতে চলেছে। এর ফলে যাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদেরকে KYC ফর্ম জমা দেওয়ার সময় নিজের আরও একটি মোবাইল নম্বর দিতে হবে।
শুধু একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে তেমনটা নয়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও আরও একটি মোবাইল নম্বর দেওয়ার নিয়ম আনতে চলেছে আরবিআই। এর ফলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি আরও একটা ক্রস চেকের মধ্যে দিয়ে যাবে বলে সূত্রের খবর। তাতে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়বে।
🔥সরকারি সুবিধা, চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 এতদিন উত্তর ভারতে ছুটি থাকত, এবার পশ্চিমবঙ্গেও এইদিন ছুটি থাকবে
👉 লক্ষ্মীর ভাণ্ডারের মতোই! এই প্রকল্পেও মাসে ১০০০ টাকা দেবে সরকার
👉 গ্যাসের দাম ১০০ টাকা তো কমলোই, সেইসাথে রান্নার গ্যাস নিয়ে আরো ১ সুখবর
👉 ৬ বছর পর বেতন বাড়ল ৭৫০ টাকা, আবার আন্দোলনের হুশিয়ারি এইসমস্ত কর্মীদের
👉 আরো কম দামে মিলবে রান্নার গ্যাস, নারী দিবসে বিরাট ঘোষণা মোদির
👉 ২০০০ এর বেশি নতুন চাকরির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! কোথায় কত নিয়োগ?