সিম ছাড়া খুলবে না হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং এইসব অ্যাপ! সরকারের নতুন নিয়ম জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশজুড়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপগুলি ব্যবহারের পদ্ধতিতে বড়সড় পরিবর্তন এনেছে এবার কেন্দ্র সরকার। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, শেয়ারচ্যাট, জিওচ্যাট, এমনকি জোসের মতো অ্যাপগুলিকে সক্রিয় সিম কার্ড ছাড়া আর ব্যবহার করা যাবে না। হ্যাঁ, টেলিকমিউনিকেশন ফাইবার সিকিউরিটি রুলস ২০২৫ এর আওতায় এই নতুন নিয়ম চালু করেছে দূরসংযোগ বিভাগ DoT। দেশের কোটি কোটি ব্যবহারকারীরা এতে প্রভাবিত হবে।

সিম ছাড়া চালু হবে না কোনও অ্যাপ 

নতুন নিয়ম অনুযায়ী, সকল মেসেজিং এবং সোশ্যাল কমিউনিকেশন অ্যাপগুলি ব্যবহারকারীর সিম কার্ড সবসময় অ্যাকটিভ এবং লিঙ্ক রয়েছে কিনা তা নিশ্চিত করবে। আর এই পরিবর্তন প্রয়োগের জন্য অ্যাপ ডেভেলপারদের ৯০ দিনের জন্য সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, মোবাইলে সিম কার্ড না থাকলে বা নম্বর নিষ্ক্রিয় হয়ে গেলে অ্যাপটি আর ওপেন করা যাবে না।

ওয়েবব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহারের নতুন নিয়ম

যারা ল্যাপটপ বা ডেক্সটপে হোয়াটসআপ ওয়েব বা টেলিগ্রাম ওয়েব ব্যবহার করে, তাদের জন্য এবার নতুন নিয়ে আনা হচ্ছে। এখন প্রতি ছয় ঘন্টায় নিজে থেকেই অ্যাপটি লগ আউট হয়ে যাবে। আর ব্যবহারকারীদেরকে আবার কিউআর কোড স্ক্যান করে লগইন করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে সরকারের উদ্দেশ্য একটাই, ব্যবহারকারীদের কার্যকলাপকে আরও নিরাপদ রাখা।

কেন নেওয়া হল এরকম সিদ্ধান্ত?

টেলিকমিউনিকেশন বিভাগ DoT জানিয়েছে, বর্তমানে বেশিরভাগ মেসেজিং অ্যাপ শুধুমাত্র ইনস্টলেশনের সময় একবার মোবাইল নম্বর যাচাই করে। পরে সিম বিকল্প করে ফেললেও বা নিষ্ক্রিয় হয়ে গেলেও আগের মতোই অ্যাপ চালু থাকে। আর এই সুযোগে অপরাধীরা দীর্ঘদিন ধরেই প্রতারণা চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে ভারত ছেড়ে অন্য দেশে গিয়ে, এমনকি নতুন সিম ব্যবহার করলেও বা আগের নম্বর অ্যাকটিভ থাকা সত্ত্বেও অ্যাপ ব্যবহার করে যোগাযোগ চালিয়ে যেতে পারছে স্ক্যামাররা। ফলে কল রেকর্ড, লোকেশন ট্যাগ, বা টেলিকম ডেটার মাধ্যমে তাদেরকে সনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে। তবে নতুন নিয়মে ব্যবহারকারী, মোবাইল নম্বর বা ডিভাইসের মধ্যে একটি সংযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ কৃষক বন্ধুর টাকা আর ঢুকবে না! এই কাজটি না করলে তাড়াতাড়ি করে নিন

ব্যাংকিং অ্যাপে আগে থেকেই চালু হয়েছে নিয়ম 

সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে, ব্যাংকিং অ্যাপ, ইউপিআই অ্যাপ বা ডিজিটাল পেমেন্ট অ্যাপ সিম কার্ড ছাড়া কোনও কাজ করবে না। সেই অনুযায়ী নিয়মিত সিম কার্ড ভেরিফিকেশন করা হয়। তাই একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখন যোগাযোগ অ্যাপগুলোতেও আনা হচ্ছে। এমনকি SEBI শেয়ার মার্কেট, ট্রেডিং অ্যাপগুলিতেও এই নিয়ম আনছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment